কলকাতা, 13 মার্চ:দিল্লিতে সোমবার সিপিএম পলিটব্যুরোর বৈঠকে বাম-কংগ্রেস জোট নিয়ে আলোচনা হয় ৷ পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে দিল্লির কোনও আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৷ ফলে, প্রার্থী তালিকা ঘোষণায় আর দেরি করা উচিত নয় ৷ কিন্তু, কংগ্রেস যে টালবাহানা করছে তা বেশি দিন বরদাস্ত করা যাবে না ৷ দু'একদিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে ৷
মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য বামফ্রন্টের বৈঠকেও সেই একই আলোচনা হয়েছে ৷ সূত্রের খবর, কংগ্রেসকে ইতিমধ্যে আল্টিমেটাম দেওয়া হয়েছে ৷ কংগ্রেস যেন নিজেদের সিদ্ধান্ত তথা আসন নিয়ে স্পষ্ট বার্তা দেয় ৷ আগামী 14 তারিখ পর্যন্ত কংগ্রেসের জন্য অপেক্ষা করা হবে ৷ তার মধ্যে কংগ্রেস কিছু না জানালে বামফ্রন্ট নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করবে ৷
তবে, এখনও সিপিএম আশাবাদী যে কংগ্রেস তাদের বক্তব্য জানাবে ৷ যে কারণে পলিটব্যুরো বৈঠক সেরে মঙ্গলবারই দিল্লি থেকে সিপিএম রাজ্য সম্পাদক মহ সেলিমের ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি ৷ তিনি সেখানেই থেকে গিয়েছেন ৷ বুধবার তিনি দিল্লি থেকে ফিরবেন ৷ তাঁর উপস্থিতিতে আবার বামফ্রন্টএর বৈঠক অনুষ্ঠিত হবে ৷ অর্থাৎ, জোট নিয়ে দিল্লি থেকে মহ সেলিম কী সন্দেশ নিয়ে আসেন আপাতত তারই অপেক্ষায় রয়েছে বামেরা ৷