পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

14 মার্চের মধ্যে সিদ্ধান্ত জানাক কংগ্রেস, জোট নিয়ে সময় বেঁধে দিল বামফ্রন্ট - Congress CPM Lok Sabha Elections

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ এদিকে রাজ্যে কংগ্রেস-সিপিএম জোটের রফাসূত্র মেলেনি ৷ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দিল্লিতে এ নিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে খবর ৷

ETV Bharat
লোকসভা নির্বাচনে বাম ও কংগ্রেসের জোট এখনও অধরাই

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 9:38 AM IST

কলকাতা, 13 মার্চ:দিল্লিতে সোমবার সিপিএম পলিটব্যুরোর বৈঠকে বাম-কংগ্রেস জোট নিয়ে আলোচনা হয় ৷ পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে দিল্লির কোনও আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৷ ফলে, প্রার্থী তালিকা ঘোষণায় আর দেরি করা উচিত নয় ৷ কিন্তু, কংগ্রেস যে টালবাহানা করছে তা বেশি দিন বরদাস্ত করা যাবে না ৷ দু'একদিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে ৷

মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য বামফ্রন্টের বৈঠকেও সেই একই আলোচনা হয়েছে ৷ সূত্রের খবর, কংগ্রেসকে ইতিমধ্যে আল্টিমেটাম দেওয়া হয়েছে ৷ কংগ্রেস যেন নিজেদের সিদ্ধান্ত তথা আসন নিয়ে স্পষ্ট বার্তা দেয় ৷ আগামী 14 তারিখ পর্যন্ত কংগ্রেসের জন্য অপেক্ষা করা হবে ৷ তার মধ্যে কংগ্রেস কিছু না জানালে বামফ্রন্ট নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করবে ৷

তবে, এখনও সিপিএম আশাবাদী যে কংগ্রেস তাদের বক্তব্য জানাবে ৷ যে কারণে পলিটব্যুরো বৈঠক সেরে মঙ্গলবারই দিল্লি থেকে সিপিএম রাজ্য সম্পাদক মহ সেলিমের ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি ৷ তিনি সেখানেই থেকে গিয়েছেন ৷ বুধবার তিনি দিল্লি থেকে ফিরবেন ৷ তাঁর উপস্থিতিতে আবার বামফ্রন্টএর বৈঠক অনুষ্ঠিত হবে ৷ অর্থাৎ, জোট নিয়ে দিল্লি থেকে মহ সেলিম কী সন্দেশ নিয়ে আসেন আপাতত তারই অপেক্ষায় রয়েছে বামেরা ৷

বামফ্রন্টের আর এক সূত্রের দাবি, একদিকে যেমন কংগ্রেস নিজেদের সিদ্ধান্ত জানাতে দেরি করছে, অন্যদিকে আইএসএফ আবার একাধিক আসন দাবি করছে ৷ গত শুক্রবারের বৈঠকে ডায়মন্ডহারবার, উলুবেড়িয়া, বনগাঁ, বসিরহাট মিলিয়ে 6-7 টি আসনে নিজেদের সংগঠনের কথা তুলে ধরে আইএসএফ ৷ যদিও প্রাথমিকভাবে বামেদের তরফে আইএসএফকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এতগুলি আসন কোনও ভাবেই দেওয়া সম্ভব নয় ৷ ফলে, আইএসএফকে পুনর্বিবেচনার কথা বলা হয়েছে ৷ শুক্রবারের পর এখনও পর্যন্ত নতুন মতামত জানায়নি তারা ।

অন্যদিকে, বারাসত, বসিরহাটের মতো বেশ কয়েকটি আসন বাম শরিকরা ছাড়তে চায় না ৷ সূত্রের দাবি, নিজেদের আসন ছাড়ার প্রশ্নই আসে না ৷ প্রয়োজনে জোট হবে না ৷ যে যার মতো প্রার্থী দেবে ৷ ফলে, বামেদের সঙ্গে কংগ্রেস-আইএসএফ জোট এখনও ধোঁয়াশায় রইল ৷ আগামী 14-15 মার্চ নাগাদ সেই ধোঁয়াশা কাটতে পারে বলে খবর ৷

আরও পড়ুন:

  1. কংগ্রেসের দ্বিতীয় প্রার্থীতালিকায় চমক, লোকসভায় লড়বেন কমলনাথ-গেহলতের ছেলে
  2. 'ইন্ডিয়া' জোট হবে, তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেও আশায় বাঁচছে কংগ্রেস !
  3. 'ভাইপোর বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার করছেন না তো ?', আশঙ্কা কংগ্রেস সভাপতি অধীরের

ABOUT THE AUTHOR

...view details