নয়াদিল্লি ও কলকাতা, 20 মার্চ:লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটে নিয়ে সমঝোতার কথা উঠল দিল্লিতেও ৷ সূত্রের খবর, মঙ্গলবার নয়াদিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয়ে 30 জনেরও বেশি নাম প্রার্থী হিসেবে উঠে এসেছে ৷ এর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও কর্ণাটক, তেলেঙ্গানা, চণ্ডীগড় রয়েছে ৷ ফের প্রার্থী হতে পারেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অধীররঞ্জন চৌধুরী ৷ যদিও বঙ্গে বাম-কংগ্রেস জোট নিয়ে কোনও দলই এখনও সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানায়নি ৷ এর আগে কংগ্রেস দু'দফায় দু'টি প্রার্থীতালিকা প্রকাশ করেছে ৷ তাতে পশ্চিমবঙ্গের প্রার্থী ছিল না ৷
এদিকে সিপিএমও 16জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে ৷ মঙ্গলবারও সাংবাদিক বৈঠকে প্রবীণ সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, জোট নিয়ে রাস্তা খোলা রেখেছে ৷ অধীর চৌধুরীর কথাতেও মনে করা হয়েছে, তিনি এই জোটে রাজি ৷ সূত্রের খবর অনুযায়ী রাজ্যে পুরুলিয়া ও ডায়মন্ডহারবার নিয়ে জটিলতা তৈরি হয়েছে ৷