কলকাতা, 11 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। এই নিয়ে কংগ্রেসের অন্দরেই প্রথম দিন থেকে সমালোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অন্যান্য কংগ্রেস নেতাদের। বুধবার এমনই প্রশ্নের সম্মুখীন হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আর সেখানেই তিনি সরাসরি ক্ষোভ উগড়ে দিলেন ৷ এই প্রশ্নের উত্তরে সরাসরি তিনি জানান, কপিল সিব্বলকে সামনে পেলে জুতোর মালা পরাতেন।
আরজি কর কাণ্ডে প্রকৃত দোষীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের (গ্রামীণ) নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুর 12টা থেকে আজ বুধবার বিকাল 5টা পর্যন্ত রাজারহাট চৌমাথায় অনশন সত্যাগ্রহ চলেছে। আজ বুধবার এই অনশন সত্যাগ্রহ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অংশগ্রহণ করেন । এলাকার কিছু রাজনৈতিক কর্মীকে কংগ্রেসের যোগদান করান। মঞ্চে অনশনকারীদের নিজের হাতে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের জবাবে ক্ষোভ উগড়ে রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। কপিল সিব্বলের প্রসঙ্গ আসতেই অধীর রঞ্জন চৌধুরী বলেন, "কপিল সিব্বলকে আমি সামনে পেলে জুতোর মালা পরাতাম। টাকার জন্য কতটা নিচে নামতে পারে মানুষ ? এছাড়া, তাঁর সম্পর্কে আর কী বলতে পারি !"