কলকাতা, 12 জুন:কুয়েতের অ্যাপার্টমেন্টে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত 49 জনের মধ্য়ে বহু ভারতীয় রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সোশাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷ একইসঙ্গে সামগ্রিকভাবে গোটা ঘটনা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
বুধবার এক্স হ্যান্ডেলে ঘটনা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ টুইটে ঘটনা প্রসঙ্গেই তিনি লেখেন, "এই মুহূর্তে রাজ্যের যে সমস্ত বাসিন্দারা কুয়েতে রয়েছে তাদের সম্পর্কে তথ্য জানতে রাজ্য সরকার বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তিনি বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন ৷ এই পরিস্থিতিতে কুয়েতে থাকা ভারতীয়দের যদি কোনও সাহায্যের প্রয়োজন হয় তার জন্য ব্যবস্থা করা হবে। কুয়েতে থাকা বাংলার নাগরিকদের পাশেই রয়েছে রাজ্য সরকার ।