পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভা নির্বাচনের জেরে বড় ধাক্কা, রাজস্ব আদায় কমল পুরনিগমের - KMC Revenue Collection - KMC REVENUE COLLECTION

Kolkata Municipal Corporation: লোকসভা নির্বাচনের জেরে কলকাতা পুরনিগমের কোষাগারে বড় ধাক্কা ৷ গত বছরের তুলনায় অনেকটা কমল রাজস্ব আদায়ের পরিমাণ ৷ এই অর্থবর্ষে রাজস্ব বাবদ কত আয় কলকাতা পুরনিগমের ?

Kolkata Municipal Corporation
কলকাতা পুরনিগম (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 6:23 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: কলকাতা পুরনিগমের কোষাগারের হাল দীর্ঘদিন ধরেই টালমাটাল । একদিকে খরচের বহর যেন কমতে চায় না, অন্যদিকে এবার লক্ষ্যমাত্রা অনুসারে রাজস্ব আদায় করতেও পারেনি পুরনিগম । ফলে আরও বেহাল হয়ে পড়ল কোষাগার ।

কলকাতা পুরনিগম সূত্রে খবর, 2023-2024 অর্থবর্ষের সময় কালে কলকাতা পুরনিগম তার রাজস্ব খাতে আয় করেছিল কমবেশি 1099 কোটি টাকা । তবে এ বছর সেই আয় অনেকটাই কম । চলতি অর্থবর্ষে অর্থাৎ 2024-2025 সালে এই আয়ের পরিমাণ দাঁড়িয়েছে কমবেশি 990 কোটি টাকা । ফলে গত আর্থিক বছরের নিরিখে এই বার একই সময়কালে 109 কোটি টাকা কম আয় হয়েছে পুরনিগমের । এর ফলে অর্থ বিভাগের কর্তাদের চিন্তা বেড়েছে । এই আয় কমের কারণ হিসেবে অবশ্য উঠে এসেছে, লোকসভা নির্বাচন ।

এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, "এই বছরের কলকাতা পুরনিগমের খরচ কমেনি । তবে আর্থিক বছরের প্রথম দিকে লোকসভা নির্বাচনের কারণে প্রায় তিনমাস লোকবলের অভাবে হয়নি কাজ । ফলে স্বাভাবিকভাবেই রাজস্ব আদায় কমেছে । এই ধাক্কা গিয়ে পড়েছে অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটির টাকা থেকে কন্ট্রাক্টরদের বিল মেটানোর ক্ষেত্রে । তবে এই ঘাটতি সামাল দেওয়ার জন্য বাড়তি উদ্যোগ নেওয়া হচ্ছে । যাতে চলতি বছরের শেষেই এই ঘাটতি আর না থাকে ।"

কলকাতা পুরনিগম সূত্রে খবর, খরচের বহর দিনে দিনে বাড়ছে বই কমছে না । তার সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব বাড়ানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ । তবে এবার ধাক্কা লেগেছে সেই উদ্যোগে ৷ কারণ হল, কয়েকমাস আগে হওয়া লোকসভা নির্বাচন । যার জেরে প্রায় তিন মাসের বেশি সময় কাজ রাজস্ব আদায় থেকে ছিল । তবে বছর শেষে একলপ্ত ছোট বড় করদাতারা কর দেয় । ফলে যে ঘাটতি এখন তৈরি হয়েছে সেটা অনেকটাই মিটে যাবে বলে মনে করা হচ্ছে ।

রাজস্ব আদায় হয় সম্পত্তির, জঞ্জাল সাফাই, লাইসেন্স ফি, বাজার-সহ বেশ কয়েকটি বিভাগ থেকে । গত বছর সব খাত থেকে 1099 কোটি টাকার কাছাকাছি আয় হয়েছিল । এবার 109 কোটি টাকা কাছাকাছি আয় কম । সম্পত্তি কর অবশ্য অন্যবারের তুলনায় এই বছর সামান্য বাড়ায় ঘাটতি আর বেশি অঙ্ক ছুঁতে পারেনি । গত আর্থিক বছরে এই সময় আয়ের অঙ্ক ছিল 743 কোটি টাকা মতো । এবার সেই টাকা 745 কোটি টাকা প্রায় ।

ABOUT THE AUTHOR

...view details