দুর্গাপুর, 19 ফেব্রুয়ারি:রাজ্যে আধার কার্ড বাতিলের জেরে অমাবস্যার অন্ধকারে স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সিউড়িতে প্রশাসনিক সভা থেকে রবিবারই আধার কার্ড বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন । শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিবকে ইতিমধ্যেই আধার কার্ড বাতিল নিয়ে যাতে মানুষ অভিযোগ জমা করতে পারেন, তার জন্য একটি পোর্টাল খোলার নির্দেশ দিয়েছেন । মমতা জানিয়েছেন, যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে তারা সরকারি কোন সুবিধা থেকে বঞ্চিত হবেন না ৷ কিন্তু সেখানে দাঁড়িয়ে আধার কার্ড বাতিল হওয়ায় ফর্ম ফিলাপ করতে পারলেন না বীরভূমের ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ৷
জানা গিয়েছে, আশা বিশ্বাস (20) পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বনকাটি পঞ্চায়েতের 11 মাইলের বাসিন্দা ৷ কয়েক মাস পরেই তাঁর পরীক্ষা । কয়েকদিন আগে তারই ফর্ম ফিলাপ করতে যান তিনি । সেখানে পরীক্ষার ফর্ম ফিলাপ করতে আধার কার্ডের নম্বর চাওয়া হয় ৷ আধার নম্বর দিতে গিয়েই আশা বুঝতে পারেন তাঁর কার্ড বাতিল হয়েছে । এরপরেই চিন্তিত হয়ে পড়েন এই ছাত্রী । তারপর শনিবার ডাক বিভাগের মাধ্যমে আধার কার্ড বাতিলের একটি চিঠিও হাতে পান আশা ।
তবে শুধু আশা নন, বনকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 11 জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে সূত্রের খবর । পূর্ব বর্ধমানের পর পশ্চিম বর্ধমানের কাঁকসায় আধার কার্ড বাতিলের নোটিশকে ঘিরে আতঙ্কের বাতাবরণও তৈরি হয়েছে । প্রথম বর্ষের স্নাতক পড়ুয়া আশা বিশ্বাস বলেন,"জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল । বাবা অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে ৷ তবে আধার কার্ড বাতিলের পর কীভাবে পরীক্ষায় বসবো সেই নিয়ে চিন্তিত আমি ।"