পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত মালগাড়ির দুই চালক-সহ কমপক্ষে 9; শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর - KANCHANJUNGHA EXPRESS ACCIDENT - KANCHANJUNGHA EXPRESS ACCIDENT

Kanchanjungha Express Accident: নিউ জলপাইগুড়ি থেকে কলকাতামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে ৷ দুর্ঘটনায় নিহত কমপক্ষে 9 ৷ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু’টি বগি মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে চালু হয়েছে হেল্পলাইন নম্বর ৷

KANCHANJUNGHA EXPRESS ACCIDENT
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 9:59 AM IST

Updated : Jun 17, 2024, 10:30 AM IST

শিলিগুড়ি, 17 জুন: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে সোমবার সকাল 8টা 50 মিনিটে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু’টি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ ঘটনায় কমপক্ষে 9 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিঙের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় ৷ মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক, সহকারী চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 25 জন যাত্রী ৷ জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একই লাইনে একটি মালগাড়ি চলে আসায় সংঘর্ষ হয়। ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷

দুর্ঘটনার গ্রাফিক্স (ইটিভি ভারত)

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী ৷ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দু'টি কামরা মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় ৷ কিন্তু কীভাবে একই লাইনে দু’টি ট্রেন চলে এল, তা নিয়ে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মালগাড়ির চালক সিগন্য়ালিং না-মেনে এগিয়ে গেলে তা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে ৷ ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয় ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়। দুর্ঘটনার কবলে থাকা কামরাগুলি সরানোর কাজ শুরু হয়েছে। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে বলে খবর ৷ ইতিমধ্যেই রেল দুর্ঘটনার বিষয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা (ইটিভি ভারত)

দুর্ঘটনার পর দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী এক্সে লেখেন, "দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবরে মর্মাহত । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা লেগেছে বলে জানা গিয়েছে। উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে ৷ ডিএম, এসপি, চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে । যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।" নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা রুটে আপাতত বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা ৷

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা (ইটিভি ভারত)

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা নিয়ে টুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ৷ এক্সে রেলমন্ত্রী লেখেন, "উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে ৷ এনডিআরএফ এবং এসডিআরএফ যৌথভাবে কাজ করছে ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ৷ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ৷"

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ইতিমধ্যেই উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

কাটিহারের ইমার্জেন্সি হেল্প ডেস্ক নং - 6287801805 কাটিহার কমার্শিয়াল কন্ট্রোল নং- 9002041952, 9771441956নিউ জলপাইগুড়ি স্টেশনের হেল্পলাইন নং- 6287801758

লামডিং স্টেশনের হেল্পলাইন নংগুলি হল-
036-74263958
036-74263831
036-74263120
036-74263126
036-74263858

গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নংগুলি হল- 036-12731621036-12731622 036-12731623

আলিপুরদুয়ারের ডিভিশনের হেল্পলাইন নং-
035-64270870
035-64270871

শিয়ালদা কন্ট্রোল রুমের নং 033-23508794

হাওড়া স্টেশনের কন্ট্রোল রুমের নং 033-26413660

মালদার হেল্পলাইন নং 03512-284264

Last Updated : Jun 17, 2024, 10:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details