পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পশ্চিম মেদিনীপুর সফরে মমতা, মঙ্গলে প্রশাসনিক সভায় একাধিক প্রকল্পের উদ্বোধন - প্রশাসনিক সভা

Mamata Banerjee: লোকসভা ভোটের আগে জেলা সফরে পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের সফর শেষ করে এই জেলায় আসেন তিনি । মঙ্গলে প্রশাসনিক সভায় একাধিক প্রকল্পের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ মেদিনীপুরের বৈঠকে লোকসভার প্রার্থী নির্বাচনের সম্ভাবনা তৃণমূল নেত্রীর ।

CM Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 8:17 PM IST

পশ্চিম মেদিনীপুর সফরে মমতা

মেদিনীপুর, 4 মার্চ: জেলা সফরের শেষের দিকে পশ্চিম মেদিনীপুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার তিনি পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক সভা করেন ৷ সেই সভা শেষ করার পরেই চপারে করে উড়ে আসেন মেদিনীপুরে । বিধান নগর মাঠে নামে তৃণমূল নেত্রীর হেলিকপ্টার । এরপর তিনি হেলিপ্যাট থেকে হেঁটে সার্কিট হাউসে প্রবেশ করেন । পথে কর্মী সমর্থকদের সঙ্গে হাত মেলান রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ কোলে তুলে নিয়ে ভালোবাসায় ভরিয়ে দেন শিশুকে ৷

জানা গিয়েছে, সোমবার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন মমতা ৷ সার্কিট হাউসে নেতা-মন্ত্রী এবং বিধায়কদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ বৈঠকে লোকসভার প্রার্থী নির্বাচন করার পরিকল্পনা রয়েছে তৃণমূল নেত্রীর বলে সূত্রের খবর । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার তিনি প্রশাসনিক সভা করবেন মেদিনীপুর কলেজিয়েট মাঠে । সেই সভা থেকে তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন বলে সূত্রের খবর । মেদিনীপুরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভাকে ঘিরে সাজ সাজ রব । মেদিনীপুরের তৃণমূল কর্মী-সহ নেতৃত্বরা সভাকে সফলভাবে বাস্তবায়িত করতে ব্যস্ত । মঙ্গলবার সভা শেষ করে তিনি হেলিকপ্টারে করেই কলকাতার উদ্দেশ্য রওনা দেবেন বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, আগামিকাল সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী 374টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন । প্রকল্পগুলি রূপায়ণে খরচ হয়েছে সব মিলিয়ে 355 কোটি টাকা । এর পাশাপাশি ওই দিন প্রায় 1 হাজার 193টি প্রকল্পের শিলান্যাস করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রকল্পগুলি রূপায়ণে খরচ হবে সবমিলিয়ে 1 হাজার 921 কোটি টাকা । এরই সঙ্গে একগুচ্ছ রাস্তার (পথশ্রী), একগুচ্ছ জল সরবরাহ প্রকল্পের (জলস্বপ্ন) শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী । তাছাড়া মেদিনীপুর খড়গপুর মিলিয়ে এমকেডিএ-র 6টি প্রকল্পের শিলান্যাস হতে পারে ।

অন্যদিকে ঘাটাল দাসপুরের বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি প্রকল্পের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী । সেই প্রকল্পটি হল, ঘাটালের আলমগঞ্জে পাম্প হাউস নির্মাণ । এরই সঙ্গে কয়েকটি স্কুল হস্টেলের উদ্বোধন করবেন মমতা বলে জানা গিয়েছে । মেদিনীপুর কালেক্টরেটে ‘ওয়াচ টাওয়ার’ তৈরি করেছে এমকেডিএ । এটিরও উদ্বোধন হতে পারে মুখ্যমন্ত্রীর হাতে । পাশাপাশি দাঁতনের এসিজেএম কোর্ট ভবনের উদ্বোধন হতে পারে । সবংয়ের রুইনানের মাদুর হাবের,পিংলার ডাংরার সেতুর (কপালেশ্বরী নদীর উপর) উদ্বোধনের তালিকায় রয়েছে । মোট 12টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা আছে । যেমন, খড়গপুর-1 দেওয়ানমারো, চন্দ্রকোনা-1 খড়গপুর, চন্দ্রকোনা-2 সীতানগর প্রভৃতি সুস্বাস্থ্য কেন্দ্রের ।

আরও পড়ুন:

  1. ফোন করে বলছে বিজেপিতে যোগ না দিলে বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, অভিযোগ মমতার
  2. মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে ভূপতিনগরে উদ্ধার বিপুল পরিমাণ বোমা
  3. তমলুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা, দেখুন সরাসরি

ABOUT THE AUTHOR

...view details