পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হরিয়ানায় মৃত বাংলার শ্রমিকের পরিবারের পাশে মমতা, স্ত্রীকে দিলেন চাকরি - Mamata helps Migrant Worker Wife - MAMATA HELPS MIGRANT WORKER WIFE

Bengal Migrant Worker Death: হরিয়ানায় মৃত বাংলার শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ৷ বুধবার নবান্নে সাবির মল্লিকের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Bengal Migrant Worker Death
হরিয়ানায় মৃত বাংলার শ্রমিকের স্ত্রীকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 4:50 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: হরিয়ানায় গণপিটুনিতে মৃত বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার ৷ ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী'র হাতে বুধবার নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ আইএসএফের (নিজস্ব ছবি)

গত 27 অগস্ট হরিয়ানার চরখি দাদরি জেলার অন্তর্গত বধরা থানা এলাকায় সাবিরকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ । হরিয়ানা পুলিশ সূত্রে খবর, বধরার একটি বস্তিতে থাকতেন বাংলার ওই পরিযায়ী শ্রমিক ৷ আবর্জনা সংগ্রহের কাজ করতেন তিনি । অভিযোগ, গোমাংস খাওয়ার সন্দেহে তাঁর উপর হামলা চালানো হয় । তাতে মৃত্যু হয় সাবির মল্লিকের ।

আগেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মৃত ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছিল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছিলেন । মমতার নির্দেশে দলের সাংসদ সামিরুল ইসলাম মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন । এরপরই রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, এই অবস্থায় পরিবারের পাশে রয়েছে নবান্ন । সাবিরের পরিবারের তরফ থেকে একজনকে রাজ্য সরকার চাকরি দেবে । সেইমতো বুধবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সাবিরের স্ত্রী শাকিলা সরদার মল্লিক এবং তাঁর চার বছরের শিশু কন্যা । তখনই মুখ্যমন্ত্রী নিয়োগপত্র তুলে দেন শাকিলার হাতে ।

সূত্রের খবর, রাজ্য সরকারের তরফ থেকে পরিয়ায়ী শ্রমিকের স্ত্রীকে বাসন্তীতে ভূমি ও ভূমি রাজস্ব দফতরে এক বছরের জন্য অ্যাটেন্ডডেন্টের চাকরি দেওয়া হয়েছে । এই এক বছর সম্পূর্ণ হওয়ার পর তাঁকে অন্য দফতরে গ্রুপ ডি-র চাকরি দেওয়া হবে । জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ কথা বলেছেন । তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন ।

এদিকে, হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিকের পিটিয়ে হত্যার প্রতিবাদে ধর্মতলায় গান্ধি মূর্তির সামনে বিক্ষোভ করে আইএসএফ ৷ এই বিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করে তারা । এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ আইএসএফ নেতারা এ দিন আরজি কর এবং সাবির মল্লিকের ঘটনার সুবিচারের দাবি জানান ৷

ABOUT THE AUTHOR

...view details