পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জমি দখল ঘিরে বিবাদ! ব্যবসায়ীকে গুলি - BUSINESSMAN SHOT IN MALDA - BUSINESSMAN SHOT IN MALDA

MALDA SHOOT OUT: জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা মালদায় ৷ স্থানীয় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ওই ব্যক্তি ৷ দুষ্কৃতীদের ধরতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷ এলাকায় পুলিশ প্রহরা বসানো হয়েছে ৷

MALDA SHOT OUT
প্রতীকী ছবি (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 8:16 PM IST

Updated : Jun 15, 2024, 8:29 PM IST

মালদা, 15 জুন:গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেন ব্যবসায়ী ৷ স্থানীয় সূত্রে খবর, জমি দখলকে কেন্দ্র করে শ্যুটআউট হয় ৷ ঘটনাটি ঘটেছে, শুক্রবার পুরনো মালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের রশিলাদহ কলোনি ৷ আহত ব্যক্তি বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ৷ এই ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে মালদা থানার পুলিশ ৷ পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তার জন্য বসানো হয়েছে পুলিশ পিকেট ৷

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম সুমন সাহা ৷ বয়স 42 বছর ৷ তাঁর মুদির দোকান আছে ৷ রশিলাদহ কলোনি এলাকায় বাড়ির সামনেই তাঁর দোকান ৷ ঘটনা প্রসঙ্গে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সাড়ে 3 বিঘা জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই স্থানীয় মাফিয়াদের সঙ্গে এলাকাবাসীর বিরোধ চলছে ৷

জমি দখল ঘিরে ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের (ইটিভি ভারত)

ওই জমিতে 20-25 বছর ধরে বসবাস করছেন সুমন সাহা ৷ প্রায় 30-35টি পরিবার ওই জমিতে বসবাস করে ৷ জমির রেকর্ডে বাড়ির মালিকদের নামও রয়েছে ৷ কালীপুজোর সময় থেকে ওই জমিতে বসবাসকারী মানুষজনকে উচ্ছেদ করার চেষ্টা করে মাফিয়ারা ৷ গত 23 ফেব্রুয়ারি দুপুরে সশস্ত্র অবস্থায় রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা ৷ জমি খালি না করলে 'খুন' করার হুমকি দিয়ে যায় ৷ এনিয়ে স্থানীয় মালদা থানায় দুষ্কৃতীদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয়রা ৷ এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি ৷

আহত সুমন সাহার ছেলে বিট্টু বলেন, "এর আগে জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল ৷ সেই সময় বাবা দুষ্কৃতীদের হামলার প্রতিবাদ করে ৷ তার জেরে ওরা বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল ৷ এর আগেও আমার বাবাকে হুমকি দেওয়া হয়েছিল ৷ গতকাল রাতে ওরা 4জন বাড়িতে ঢুকে বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ৷ সবার মুখে মাস্ক ছিল ৷ বাড়ির পিছনের গ্রিল কেটে ভিতরে ঢোকে ৷ প্রথমে বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ৷ পা ছুঁয়ে গুলি বেরিয়ে যাওয়ায় বাবা প্রাণে বেঁচেছে ৷ যে জায়গা নিয়ে ঝামেলা, তার কাগজপত্র আমাদের কাছেই আছে ৷ তবু এরা জায়গা দখল করতে চায় ৷ ছাতিয়ান মোড়ের আকাশ মণ্ডল আর বিকাশ মণ্ডল নামে দু’জনকে চিনতে পেরেছি ৷"

ঘটনা প্রসঙ্গে মালদা থানার পুলিশ জানায়, গতকাল রাতের ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে দুষ্কৃতীদের ধরতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷ এলাকায় পুলিশি প্রহরা রয়েছে এলাকায় ৷

Last Updated : Jun 15, 2024, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details