সন্দেশখালি, 26 ফেব্রুয়ারি: সন্দেশখালির বেড়মজুর গ্রামের আগুন যেন কিছুতেই নিভছে না ৷ ঝুপখালি, কাছারি, বটতলার পর এবার পোলপাড়া এলাকার শাসকদলের নেতা শঙ্কর সর্দারের বাড়িতে হামলা মারমুখী জনতার । সোমবার এবার গ্রামবাসীদের রোষের মুখে পড়লেন শাহজাহান এবং তাঁর ভাই সিরাজউদ্দিন ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর সর্দার । এই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা ।
আন্দোলনকারীদের অভিযোগ, "পোলপাড়ায় বর্গা জমি লুট করে শঙ্কর সেই জমি সিরাজউদ্দিনের হাতে তুলে দিয়েছে । আবাস এবং জব কার্ডের টাকাও সে হাতিয়ে নিয়েছে । এনিয়ে কোনও কিছু বলতে গেলে হুমকি দেওয়া হত গ্রামবাসীদের । বন্ধ করে দেওয়া হত রেশনও ।" শুধু তাই নয়, 42 বিঘা জমির ভুয়ো নথি তৈরি করে তা বিক্রি করে দেওয়ার অভিযোগও উঠেছে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে । সেই অনৈতিক কাজে সিরাজউদ্দিনকে সাহায্য করেছিলেন তাঁর ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা অজিত মাইতি এবং শঙ্কর সর্দার । এমনটাই দাবি করছেন আদিবাসী মহিলাদের।
এলাকায় অশান্তির খবর পেয়েই উপস্থিত হয় বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামের মহিলাদের উদ্দেশ্যে বলেন, "আইন হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পনা করে আপনারা অশান্তিকে প্রশ্রয় দিচ্ছেন । কোনও ক্ষোভ থাকলে সেটা পুলিশের ক্যাম্পে গিয়ে অভিযোগ করুন । অভিযোগ খতিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে ।" পুলিশ সুপারের এই আশ্বাসে আন্দোলনকারীরা ক্ষতে কিছুটা প্রলেপ পড়লেও, গ্রামবাসীদের ক্ষোভ তুষের আগুনের মতো জ্বলছে ৷