ঝাড়গ্রাম, 11 জুলাই:প্রতিদিনের মতো বুধবারও ক্লাস চলছিল ঝাড়গ্রামের একটি প্রাথমিক স্কুলে ৷ হঠাৎই ভেঙে মেঝে ঢুকে নীচে ৷ কয়েকফুট নীচে গর্তে পড়ে গেল চার পড়ুয়া ৷ বড়সড় দুর্ঘটনার থেকে রেহাই পেল পড়ুয়ারা ৷ বুধবার ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এহেন ঘটনায় আতঙ্ক ছড়ায় স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে।
স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিদ্যালয়ের ক্লাস চলছিল। একটি ঘরে শিশু শ্রেণি, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ক্লাস চলছিল। আরেকটি শ্রেণি কক্ষে চতুর্থ এবং প্রথম শ্রেণির ক্লাস চলছিল। সেই সময়েই হঠাৎ ওই ক্লাসরুমের মেঝের কিছুটা অংশে ধস নামে। প্রায় দু’ফুট গর্ত তৈরি হয়। আর ওই গর্তে বেঞ্চ, ব্যাগ, বই, খাতা-সহ 4 জন পড়ুয়া পড়ে যায় ৷ পড়ুয়াদের মধ্যে 3 জন চতুর্থ শ্রেণির ও 1 জন প্রথম শ্রেণির পড়ুয়া ছিল ৷ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় ৷ আতঙ্কে অন্যান্য পড়ুয়ারা রুম থেকে বাইরে যায়।