পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিপদে পড়লেই নিজের স্বার্থে মিথ্যা বলেন রাজনৈতিক নেতারা, ফের বিস্ফোরক চিরঞ্জিৎ - Chiranjeet Chakraborty

Chiranjeet Chakraborty: বিপদে পড়লেই নিজেদের স্বার্থে মিথ্যার আশ্রয় নেন রাজনৈতিক নেতারা ৷ নিজে একজন রাজনৈতিক নেতা হলেও কোনওরকম রাখঢাক না-করে একথা বললেন চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ দেখে নিন তিনি কী বলেছেন...

ETV BHARAT
ফের বিস্ফোরক চিরঞ্জিৎ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 11:00 AM IST

Updated : Jul 28, 2024, 2:04 PM IST

বারাসত, 28 জুলাই: রাজনীতিতে বরাবরই স্পষ্টবাদী তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী । মাঝেমধ্যেই তাঁর স্পষ্ট মন্তব্যের জন্য অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে । তবে তাতে 'কুছ পরোয়া নেহি'-শাসকদলের এই বিধায়কের । ফের রাজনৈতিক নেতাদের 'চরিত্র' নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী ।

ফের বিস্ফোরক চিরঞ্জিৎ (নিজস্ব ভিডিয়ো)

তিনি বলেন, "বিপদে পড়লেই রাজনৈতিক নেতারা মিথ্যার আশ্রয় নেন । শুধু রাজনৈতিক নেতারাই নন, সব স্তরেই এটা চলছে । গোটা পৃথিবীটাই এখন ভরে গিয়েছে মিথ্যায় । এই বদনাম ঘোচাতে হলে এগিয়ে আসতে হবে আগামী প্রজন্মকে ।"

শনিবার নিজের বিধানসভা কেন্দ্র বারাসতে একটি প্রাইমারি স্কুলের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী । সেই অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার-সহ আরও অনেকে । তাঁদের উপস্থিতিতেই এনিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেন চিরঞ্জিত ।

তাঁর মতে, "ছোট থেকে যখনই আমরা বড় হচ্ছি, তখনই বড় বড় মিথ্যা কথা বলছি । এতে চরিত্রহানিও হয় । সমস্যার শুরুটা হয় সেখানেই । সারা পৃথিবী মিথ্যেতে ভরে গিয়েছে । আগে 20 শতাংশ মানুষ মিথ্যা কথা বলতেন । এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 99.9 শতাংশে । প্রয়োজন ছাড়াই মানুষ মিথ্যের আশ্রয় নিচ্ছেন ।"

চিরঞ্জিতের কথায়, "যতটুকু প্রয়োজন ততটুকুই মিথ্যা কথা বলুন । অন‍্যথা মিথ্যা কথা বলার প্রয়োজন নেই । তাই আমি চাই, আজকের প্রজন্মের ছোট ছোট শিশুরা যারা বড় হচ্ছে, তারা যেন সত‍্যের মধ্যে দিয়ে বড় হতে পারে । আমরা সহজেই বলে থাকি, তুমি সৎ হবে । সত‍্যবাদী হবে । কিন্তু, আজকের যুগে সেটা বড় শক্ত কাজ । সেকারণেই আগামী প্রজন্মকে মিথ্যার বদনাম ঘুচিয়ে নতুন আলো এবং দিশা দেখাতে হবে । যাতে সমাজেও এর প্রভাব পড়ে ।"

এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের উদাহরণও টেনে এনেছেন তৃণমূলের এই তারক বিধায়ক । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন বিবেকবান মানুষ চাই আমরা । বিত্তবান নয় । তাই, বিত্ত কতটা তৈরি হল সেটা গুরুত্বপূর্ণ নয় । কিন্তু, এই সমাজে যে বিবেক আমরা হারিয়ে ফেলেছি সেই বিবেক যেন ফিরিয়ে আনতে পারি । আমরা একটা বিবেকবান সমাজ গড়ে তুলতে পারি । সেই পথ এই বাংলাই দেখাবে বলে আমি মনে করি ।"

এদিকে, এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে ব্যাখ্যা দিতে গিয়ে চিরঞ্জিৎ বলেন, "মিথ্যের আশ্রয় নেওয়াটা এখন সবক্ষেত্রেই চলছে । তার থেকে ব্যতিক্রম নন রাজনৈতিক নেতারাও । নিজেদের স্বার্থেও মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে নেতাদের । তবে, মিথ‍্যের আশ্রয় নেওয়াটা যার যার ব‍্যক্তিগত ব‍্যাপার । তবে, আমি কতটা মিথ্যে বলব, কতটা মিথ্যে নেব । কতটা মিথ্যে নিয়ে জীবনে এগিয়ে যাব । আর কতটা মিথ্যে ফেলে দেব । সেটা সম্পূর্ণ আমার ব‍্যাপার ।"

Last Updated : Jul 28, 2024, 2:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details