জলপাইগুড়ি, 5 জুলাই: ডুয়ার্সের চা বাগানে ফের চিতা বাঘের হামলা ৷ হামলায় প্রাণ গেল এক 6 বছরের শিশুর । ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয় বাসিন্দাদের ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানের 6 নম্বর সেকশনে ।
জানা গিয়েছে, মৃত শিশু তোতাপাড়া চা বাগানের স্কুল লাইনের বাসিন্দা । এদিন বিকেলে এলাকার বাকিদের সঙ্গে মাশরুম আনতে গিয়েছিল সে । মাশরুম তুলে ফেরার সময় বাগানের 6 নম্বর সেকশনে আচমকা একটি চিতাবাঘ তাকে তুলে নিয়ে যায় বলে খবর ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়ে বাকি শিশুরা পালিয়ে যায় এলাকা থেকে । বিষয়টি বড়দের কাছে এসে জানায় তারা ৷ এরপর খোঁজাখুঁজি শুরু হয় । ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর বাগানের ভিতরে শিশুটির দেহ উদ্ধার করে স্থানীয়রা ৷ ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় নামে শোকের ছায়া ৷