পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দারোয়ানের সঙ্গে ঝামেলা, সবক শেখাতে পিস্তল হাতে স্কুলে পড়ুয়া - Students with Pistol - STUDENTS WITH PISTOL

Students Detain with Pistol in School: গুলি ভর্তি পিস্তল নিয়ে স্কুলে দশম শ্রেণির দুই পড়ুয়া ৷ খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়ালো স্কুলে ৷ খবর পেয়ে স্কুলে এসে দুই পড়ুয়াকে আটক করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর এলাকায় ৷

Students with Pistol in Murshidabad School
পিস্তল নিয়ে স্কুলে পড়ুয়া (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 2:29 PM IST

Updated : Jun 22, 2024, 3:08 PM IST

রেজিনগর, 22 জুন:সাইকেলের সিট খুলে নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা ৷ দারোয়ানকে মারতে তাই গুলিভর্তি পিস্তল নিয়ে স্কুলে হাজির ছাত্র ৷ ঘটনাটি ঘটেছে রেজিনগর আন্দুলবেড়িয়া হাইস্কুলে ৷ ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ৷

পিস্তল হাতে স্কুলে পড়ুয়া (ইটিভি ভারত)

জানা গিয়েছে, কয়েকদিন আগে তাঁর সাইকেলের সিট খুলে নিয়ে যাওয়ার কারণে দশম শ্রেণির এক ছাত্রকে বকাঝকা করেন স্কুলের গেটম্যান ৷ ঘটনার রেশ কেটে গেলেও শনিবার ব্যাগে লুকিয়ে গুলি ভর্তি একটি পিস্তল নিয়ে স্কুলে আসে ওই ছাত্র ৷ সেদিনের ঘটনার বদলা নিতে নাকি পিস্তল দিয়ে গেটম্যানকে মারার কথা বন্ধুদের জানায় সে ৷ এরপরই সেকথা জানাজানি হতে খবর যায় প্রধান শিক্ষকের কাছে ৷ খবর যায় অন্যান্য শিক্ষকের কাছেও ৷

এরপর শিক্ষকরা ক্লাসে এসে অভিযুক্তের ব্যাগে তল্লাশি করে গুলি সমেত পিস্তল উদ্ধার করে ৷ ছাত্রের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পুলিশে খবর দেন প্রধান শিক্ষক। রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে । যদিও ছাত্রের দাবি, সে মামার বাড়ির রাস্তায় পেয়েছিল আগ্নেয়াস্ত্রটি। বন্ধুদের দেখানোর জন্য নিয়ে এসেছিল স্কুলে । এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের মধ্যে কীভাবে আগ্নেয়াস্ত্র এল, সে বিষয়ে ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ রাস্তায় কুড়িয়ে পাওয়া আগ্নেয়াস্ত্র স্কুলে নিয়ে আসে ওই যুবক ৷ বাকি বন্ধুদের দেখানোর সময় বিষয়টি জানাজানি হয়ে যায় ।

এরপরই ওই ছাত্রের ঘরে গিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ৷ তবে ঠিক কী কারণে পিস্তল নিয়ে স্কুলে এসেছিল সে, বিষয়টি পুলিশই বলতে পারবে বলে জানান প্রধান শিক্ষক । ঘটনায় স্বাভাবিকভাবে অন্যান্য ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ এলাকার প্রচুর লোক এসে ভিড় করে স্কুল চত্বরে । ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ । রেজিনগর থানার পুলিশ এসে দু'জনকে আটক করে নিয়ে যায় ৷

স্কুলে এমন অসামাজিক কার্যকলাপের ঘটনা এর আগেও সামনে এসেছে । শক্তিপুর ও রেজিনগর এলাকায় রামনবমীর দিন থেকে যে সমস্ত ঘটনা সামনে আসছে তাতে এমনিতেই আতঙ্কিত ছিল এলাকাবাসীরা । এরপর স্কুলে এইভাবে ছাত্রদের আগ্নেয়াস্ত্র আনা যথেষ্ট বিপদের আশঙ্কা সৃষ্টি করছে । এতে বাকি পড়ুয়াদের মধ্যে একপ্রকার খারাপ প্রভাব ফেলছে ।

Last Updated : Jun 22, 2024, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details