পশ্চিমবঙ্গ

west bengal

জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ, কলকাতা পৌরনিগমের শীর্ষপদে রদবদল

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 6:43 AM IST

Kolkata Municipal Corporation: কলকাতা পৌরনিগমের তিনটি শীর্ষপদে রদবদল হল মাসের একেবারে শেষ দিনে ৷ নতুন কমিশনার, বিশেষ কমিশনার, সচিব পদে দায়িত্ব নিলেন ধাবাল জৈন, প্রবালকুমার মাইতি ও স্বপনকুমার কুণ্ডু ৷

ETV Bharat
কলকাতা পৌরনিগমে বড়সড়ো রদবদল

কলকাতা, 1 ফেব্রুয়ারি: কলকাতার নতুন পৌর কমিশনার হচ্ছেন ধাবাল জৈন ৷ বিশেষ কমিশনার পদে নিযুক্ত হচ্ছেন প্রবালকুমার মাইতি ৷ সচিব হচ্ছেন স্বপনকুমার কুণ্ডু ৷ এই নতুন নিয়োগের কারণ লোকসভা নির্বাচন ৷ ভোটের আগে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশিকায় বলা হয়েছিল, যে সব আধিকারিকরা তিন বছরের বেশি সময় একই পদে আছেন, তাঁদের সরিয়ে দিতে হবে ৷ সেই সময় ছিল 31 জানুয়ারি ৷ শেষ দিনে সরানো হল কলকাতা পৌরনিগমের তিন কর্তাকে ৷

জাতীয় নির্বাচন কমিশনের এই নির্দেশিকা অনুসারে কলকাতা পৌর কমিশনার বিনোদ কুমার, বিশেষ কমিশনার সোমনাথ দে এবং সচিব হরিহর প্রসাদ মণ্ডলের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ৷ সব থেকে বেশি সময় 2013 থেকে একটানা 10 বছরেরও বেশি একই পদে ছিলেন সচিব হরিহর প্রসাদ মণ্ডল ৷ তিন বছরেরও বেশি সময় কাটালেন বিনোদ কুমার ও সোমনাথ দে ৷

বিনোদ কুমারের জায়গায় কলকাতার নতুন পৌর কমিশনার হতে চলেছেন আইএএস আধিকারিক ধাবাল জৈন ৷ তিনি এত দিন হাওড়া পৌরনিগমের কমিশনারের পদে ছিলেন ৷ নতুন পৌর বিশেষ কমিশনার প্রবাল কুমার মাইতি এতদিন উদ্বাস্তু পুনর্বাসন দফতরের অতিরিক্ত ডিরেক্টর পদ সামলেছেন ৷ চন্দননগর কর্পোরেশনের কমিশনার স্বপন কুমার কুণ্ডু হচ্ছেন কলকাতা পৌরনিগমের নতুন সচিব ৷

এদিকে বিশেষ কমিশনার পদে থাকা সোমনাথ দে হলেন হিডকোর যুগ্ম ডিরেক্টর ৷ হরিহর প্রসাদ মণ্ডলকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিশেষ সচিব করা হয়েছে ৷ বিনোদ কুমারকে কেএমডিএ-র সিইও করা হয়েছে ৷ সঙ্গে মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদের দায়িত্বও সামলাবেন তিনি ৷

আরও পড়ুন:

  1. কমিশনের নির্দেশিকাকে তোয়াক্কা না-করে পৌরনিগমের আধিকারিকদের মেয়াদ বৃদ্ধি, সরব বিরেধীরা
  2. মুক্তারাম এবার 'শিব্রাম'! রাস্তার নামবদল প্রস্তাবে 'ভালোবাসা'র জন্মদিন উদযাপন
  3. নাগরিক উদ্যোগে নিউ মার্কেটের ঘড়ির কাঁটা ফের ঘুরবে, বাজবে ঘণ্টাও

ABOUT THE AUTHOR

...view details