পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতাকে নিয়ে 'অপশব্দের ব্যবহার', শুভেন্দুর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি - LOK SABHA ELECTION 2024

Chandrima Bhattacharya on Suvendu Adhikari: ভোট প্রচারে বেরিয়ে বারবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ থেকে শুরু করে তাঁর সম্পর্কে কু-কথা ও অপশব্দ ব্যবহারে বিরুদ্ধে শুভেন্দুর অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের ৷ জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন চন্দ্রিমা ৷

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 11:03 PM IST

Suvendu Adhikari
শুভেন্দুর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি চন্দ্রিমার

কলকাতা, 24 এপ্রিল: ভোট প্রচারে উঠেছে ঝড় ৷ শাসক-বিরোধী 'তু তু ম্যায় ম্যায়' চলছেই ৷ এই পরিস্থিতিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি লিখল রাজ্যের শাসক দল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপশব্দ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে চিঠি দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

বুধবার ইটিভি ভারতকে টেলিফোনে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে লাগাতার অবমাননাকর মন্তব্য করছেন তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।" হঠাৎ কেন জাতীয় মহিলা কমিশনকে চিঠি? প্রশ্নের উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "রাজ্যে সামান্য কোনও ঘটনা ঘটলেই আমরা দেখি জাতীয় মহিলা কমিশন চলে আসে। কিন্তু দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে দিনের পর দিন যখন অপশব্দ ব্যবহার করা হয় তখন তারা কোথায় থাকে? তাই চিঠি পাঠানো হয়েছে।" তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলনেত্রীকে কুকথা বলা মানে মহিলাদের অপমান করা। কমিশন যেহেতু শীত ঘুমে রয়েছে তাই চিঠি দিয়ে তাদের সেই শীতঘুম ভাঙ্গানোর চেষ্টা করা হচ্ছে। জাতীয় মহিলা কমিশন শুধুমাত্র বিজেপির জন্য নয়। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করা হলে তা দেখার দায়িত্বও তাদেরই।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য যে চিঠি জাতীয় মহিলা কমিশনের উদ্দেশ্যে যে চিঠি দিয়েছেন তাতে লেখা রয়েছে, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাগাতার যে অবমাননাকর মন্তব্য করে যাচ্ছেন তা শুধু তাঁকে অপমান করা নয়, বাংলার আপামর নারী সমাজকে অপমান করা। এই অবস্থায় কমিশন চুপ করে বসে থাকতে পারেন না।

ABOUT THE AUTHOR

...view details