পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাধ্যমিকে প্রথম হয়েও চরম উৎফুল্ল নয়, ভবিষ্যতে কী হতে চায় চন্দ্রচূড় ? - WB MADHYAMIK RESULT 2024 - WB MADHYAMIK RESULT 2024

Madhyamik 2024 1st Rank: এবার মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন ৷ এসএসসি প্যানেল বাতিল নিয়ে কী মন্তব্য তার ?

Madhyamik Result 2024, মাধ্যমিক রেজাল্ট 2024
বাবার সঙ্গে মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 10:29 AM IST

Updated : May 2, 2024, 12:00 PM IST

ভবিষ্যতে কী হতে চায় চন্দ্রচূড় ?

কোচবিহার, 2 মে: প্রাপ্ত নম্বর 693 ৷ মাধ্য়মিকে এবার প্রথম কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন ৷ ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে তার ৷ বাবা-মার কোনও চাপ নেই ৷ ইচ্ছেমতো বিষয় নিয়ে পড়াশোনা করার স্বাধীনতা পেয়ে আনন্দিত ৷ প্রথম হয়েও আনন্দে গা-ভাসাতে চায় না চন্দ্রচূড় ৷

তার কথায়, "অবশ্যই আনন্দিত হচ্ছি ৷ তবে চরম উৎফুল্ল নই ৷ কারণ এখনও অনেক পরীক্ষা দেওয়া বাকি ৷ মাধ্যমিকই চূড়ান্ত নয় ৷ সামনে এগোতে এখনও অনেক প্রস্তুতি বাকি ৷ সব বিষয়ের শিক্ষক তো ছিলই, তবে পড়াশোনার জন্য বাঁধাধরা কোনও সময় ছিল না ৷ যখন ইচ্ছে হত পড়তাম ৷"

ভবিষ্যতের পড়াশোনা :

আপাতত পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেছে চন্দ্রচূড় ৷ সেখান থেকে নিট-ইউজিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিক্যাল লাইনে যেতে চায় সে ৷ ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে তার ৷

পড়াশোনা বাদে আবৃত্তি, আঁকা ও গান করতে ভালোবাসে চন্দ্রচূড় ৷ তবে মাধ্যমিক পরীক্ষার সময় আলাদা করে এগুলোর প্রতি সময় দেওয়া হয়নি ৷ খেলাধূলোর প্রতি বিশেষ আগ্রহ নেই ৷ বাবা দেখে বলেই সেও দেখে ৷ বিরাট কোহলিকে ভালো লাগে ৷ গোয়েন্দা গল্প চন্দ্রচূড়ের বিশেষ পছন্দ ৷ সত্যজিৎ রায়ের ফেলুদা তার মধ্যে অন্যতম ৷ রেজাল্ট বেরোলেও আজ যে বিখ্যাত পরিচালকের জন্মদিন তা ভোলেনি সে ৷

মাধ্যমিকে প্রথম হয়েও চরম উৎফুল্ল নয়

ভবিষ্য়ত পরীক্ষার্থীদের জন্য চন্দ্রচূড়ের বার্তা :

"অবশ্যই কনসেপ্ট বেসড পড়াশোনা করতে হবে ৷ তার পাশাপাশি পাঠ্যবইগুলি খুঁটিয়ে পড়তে হবে ৷ প্রয়োজন হলে সহায়িকার সাহায্য নিতে হবে ৷ নিয়ম ও সময়ানুবর্তিতা বজায় রাখা জরুরি ৷ এছাড়াও ডেডিকেশন ও কমিটমেন্ট থাকলে অবশ্যই মাধ্য়মিকে সাফল্য পাবে ৷

এসএসসি প্যানেল বাতিল নিয়ে চন্দ্রচূড়ের মন্তব্য :

"দেশের ভাবী নাগরিক হিসেবে আমি মনে করি যারা বৈধভাবে ও নিরলস পরিশ্রম করে চাকরিটা পেয়েছিলেন তাঁদেরও চাকরিটা হাতছাড়া হয়েছে ৷ এই বিষয়ে সরকারকে একটু ভেবে দেখা দরকার ৷ এতদিনের চাকরিজীবনের মধ্যে দিয়ে যে শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে ছাত্রদের কাছে আন্তরিক হয়ে উঠেছিলেন তাঁরা এখন চাকরি থেকে বাদ গেলে ছাত্রদের ওপর অবশ্যই প্রভাব পড়বে ৷"

আরও পড়ুন :

  1. প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, প্রথম দশে 57 জন; রইল মেধাতালিকা
  2. 5 দিনে 50 হাজার আবেদন, বিদেশি শহরে বসেও দেওয়া যাবে জয়েন্ট এন্ট্রান্স
Last Updated : May 2, 2024, 12:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details