দুর্গাপুর, 29 অক্টোবর: এবার বন্যা পরিস্তিতি রুখতে দামোদর নদে ড্রেজিংয়ের কাজ পরিদর্শন করতে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল পাঠাবে কেন্দ্র। কেন্দ্রীয় এই কমিটি সমন্বয় রক্ষা করে চলবে রাজ্য সরকারের সঙ্গে। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে মঙ্গলবার এমটাই জানালেন কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরি।
বন্যার ভ্রুকুটি রুখতে এবার দামোদর নদে ড্রেজিং শুরু হবে ৷ গঠিত হবে উচ্চপর্যায়ের কমিটি, যারা রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে। আজ দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে আসেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে সঙ্গে নিয়ে আজ দুর্গাপুরের দামোদর নদ পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ কথা বলেন ডিভিসি আধিকারিকদের সঙ্গে।
দুর্গাপুর ব্যারেজের পলি সংস্কার (ইটিভি ভারত) প্রতিবছর বর্ষা বা অতি বৃষ্টিতে ডিভিসি-র জল ছাড়ার জন্য বন্যা পরিস্তিতি তৈরি হয়, যা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতও বাড়ে ৷ দামোদর নদে ড্রেজিং না-হওয়াটা বন্যার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ এবার সেই ড্রেজিংয়ের কাজে উচ্চপর্যায়ের কমিটি তৈরি করে বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার সদর্থক ভূমিকা নেবে বলে জানান কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরি ৷ উচ্চপর্যায়ের কমিটি রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে বলেও জানান তিনি।
কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল (ইটিভি ভারত) দামোদর নদের নাব্যতা বাড়ানোর দাবি ছিল দীর্ঘদিনের, রাজ্য না কেন্দ্র ড্রেজিং কে করবে তা নিয়ে ছিল চাপানউতর ৷ এবার কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরি দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে বলেন, "রাজনীতি নয় এবার মানুষের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করুক রাজ্য সরকার।"
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ুই বলেন, "রাজ্য সরকার দুর্গাপুর ব্যারেজ দামোদর নদ নিয়ে উদাসীন ৷ যার জন্য প্রতি বর্ষায় বা অতি বৃষ্টিতে মানুষের দুর্ভোগ বাড়ে। এখন দেখার বিষয় ফি বছর দামোদরের জল ছাড়ার জেরে দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, হুগলি, হাওড়া-সহ বেশ কয়েকটি জেলায় যে বন্যা পরিস্তিতি তৈরি হয় তা রুখতে কতটা সদর্থক ভূমিকা নিতে পারে কেন্দ্রীয় ও রাজ্য সরকার ৷"