কলকাতা, 9 ডিসেম্বর: বিমান ওঠা নামার একশো বছর ৷ উদযাপনের জন্য প্রস্তুত কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ৷ রবিবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিমানবন্দরের ঐতিহাসিক যাত্রার শতবর্ষপূর্তি উদযাপনের কথা ঘোষণা করেছে ৷ 1924 সালে প্রথম পরিষেবা শুরু হয়েছিল বিমানবন্দরে ৷ তখন নাম ছিল দমদম ৷ স্টপ ওভার হিসেবে জন্ম নেওয়া বিমানবন্দর থেকে আজকের গুরুত্বপূর্ণ বিশ্ব হাব, কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উদযাপন সবদিক থেকেই একটি জমকালো ব্যাপার ৷
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে উদযাপন শুরু হবে ৷ আগামী বছর মার্চের শেষ পর্যন্ত চলবে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু ৷ বিমানবন্দরের পরিচালক প্রভাত রঞ্জন বেউরিয়া জানিয়েছেন, কলকাতা বিমানবন্দরের শতবর্ষে ঐতিহাসিক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাক্ষর প্রচারাভিযান এবং প্যানেল আলোচনা-সহ বেশ কয়েকটি অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা করা হয়েছে ।
1900 শতকের গোড়ার দিকে কলকাতা অ্যারোড্রোম হিসেবে এই এয়ারপোর্টের যাত্রা শুরু হয়েছিল । 1924 সালের মধ্যে একটি বড় আন্তর্জাতিক হাব হিসেবে পরিচিত হয় ৷ তখন কেএলএম এয়ারলাইন্সের সঙ্গে আমস্টারডাম থেকে বাটাভিয়া (বর্তমানে জাকার্তা) পর্যন্ত তাদের রুটে নির্ধারিত স্টপ তৈরি হয়। 1924 সালে প্রথম ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয় কলকাতা বিমানবন্দর ৷ রয়্যাল এয়ার ফোর্সের বিমানের অবতরণ এবং 2 মে ফরাসি পাইলট মিস্টার ডয়েসি-র আগমন-সহ বেশ কয়েকটি ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ঘটে । সেই বছরই রাতে বিমান অবতরণ হয় দমদম বিমানবন্দরে ৷ আমস্টারডাম থেকে একটি ফ্লাইট 14 নভেম্বর রাতে বিমানবন্দরে নেমেছিল ৷ তখন আলো বলতে জ্বালা হয়েছিল টর্চলাইট ৷