পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষায় নাজেহাল সিবিআই ! ঘুরতে হল একাধিক হাসপাতালে - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমে জোকার ইএসআই হাসপাতালে । পরে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে আলিপুর কমান্ড হাসপাতাল । তারপরে ওখান থেকে অবশেষে অন্য হাসপাতালের পথে আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেল সিবিআইকে ।

RG Kar Doctor Rape and Murder
ধৃতকে নিয়ে একের পর এক হাসপাতাল ঘুরল সিবিআই (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 4:54 PM IST

Updated : Aug 14, 2024, 5:36 PM IST

কলকাতা, 14 অগস্ট: আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে নাজেহাল হতে হল কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোকে । সিবিআই বুধবার তাকে নিয়ে ঘুরল কলকাতার উত্তর থেকে দক্ষিণে একের পর এক তিনটি হাসপাতাল ৷ অবশেষে তাকে সিবিআই আধিকারিকরা নিয়ে গেলেন শিয়ালদার বিআর সিং হাসপাতালে ।

জানা গিয়েছে, এ দিন সঞ্জয়কে নিজেদের হেফাজতে পেয়ে সিবিআই প্রথমে তাকে নিয়ে যায় জোকার ইএসআই হাসপাতালে । ওখানে চিকিৎসকেরা ধরনায় বসেছেন ৷ ফলে হাসপাতালের ভিতরে সঞ্জয়কে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করেন পুলিশ কর্মীরা ৷ তাই চিকিৎসকদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে সঞ্জয়কে সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা না করেই ফিরিয়ে নিয়ে আসা হয় । এরপর তাকে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেখান থেকে গাড়ি ঘুরিয়ে সিবিআই যায় আলিপুর কমান্ড হাসপাতালে ।

সূত্রের খবর, বুধবার আলিপুর কমান্ড হাসপাতালে গেলে কর্তৃপক্ষের তরফ থেকে সিবিআইকে সাফ জানিয়ে দেওয়া হয়, তাদের এই হাসপাতালে বেশ কিছু বিশেষ নিয়মাবলী আছে ৷ আর সেইগুলি সিবিআইকে মানতে হবে । যেকোনও ব্যক্তিকে যখন তখন হাসপাতালে নিয়ে এলেই স্বাস্থ্য পরীক্ষা করা যাবে না । সেখানেও স্বাস্থ্য পরীক্ষা না হওয়ায় অবশেষে সঞ্জয়কে নিয়ে সিবিআই আধিকারিকরা যান শিয়ালদার বিআর সিং হাসপাতালে ।

জানা গিয়েছে, সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষার পর তাকে নিয়ে যাওয়া হবে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে । এরপরেই তাকে জেরা করা শুরু হবে । মূলত পুলিশ এর আগে কীভাবে তদন্ত করেছিল, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে এসে পৌঁছেছে সিবিআইয়ের । এবার সঞ্জয়কে আলাদাভাবে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকরা । আরজি কর-কাণ্ডে কতজন যুক্ত রয়েছে, তা জানার জন্য সিবিআইয়ের আধিকারিকরা এ দিন পৌঁছে যান আরজি কর হাসপাতালেও ।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের তরফ থেকে সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় । এ দিকে আজ সিবিআইয়ের হাতে সঞ্জয়কে তুলে দেওয়ার আগে ফের তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । এরপরে সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ ।

Last Updated : Aug 14, 2024, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details