কলকাতা, 20 এপ্রিল: সন্দেশখালিতে শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীর ও ডাক্তার সিরাজের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দিদার বক্স মোল্লাকে গ্রেফতারের পর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। দিদার বক্স মোল্লার থেকে সিবিআই আধিকারিকরা বেশ কয়েকটি নাম পেয়েছিলেন যারা শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরের অত্যন্ত ঘনিষ্ঠ এবং একসঙ্গে ওই এলাকায় সন্ত্রাস চালাত। সূত্রের খবর, এবার সেই দিদার বাক্স মোল্লার কাছ থেকে একাধিক ব্যক্তির নাম-ঠিকানা পেয়ে শনিবার সিবিআই আধিকারিকরা সন্দেশখালি উদ্দেশ্যে রওনা হন ।
উত্তর 24 পরগনার সন্দেশখালির সুন্দরীখালি এলাকায় যান সিবিআইয়ের গোয়েন্দারা। গত 5 জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ধৃতদের মধ্যে অন্যতম অভিযুক্ত দিদার বক্স মোল্লা। আধিকারিকদের উপর হামলার ঘটনায় ওতপ্রোতভাবে যুক্ত ছিল সে ৷ পাশাপাশি, শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরের সঙ্গে বিভিন্ন ব্যবসায় যে সকল ব্যক্তির ওঠাবসা ছিল, তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ্যে আনতে চাইছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। আর সেই সূত্র ধরেই সিবিআই-এর সুন্দরীখালিতে অভিযান বলে মনে করা হচ্ছে।