পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃহস্পতির বারবেলায় সিবিআই হাজিরা শাহাজাহানের ভাই আলমগীর-সহ 7 জনের - CBI Summons Sandeshkhali ED attack

CBI Summons Shahjahan's Brother Alamgir: ন্যাজাট থানা এলাকায় ইডির উপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের ভাই আলমগীর সমেত 7 জনকে আজই হাজিরার নোটিশ পাঠিয়েছে সিবিআই ৷

ETV Bharat
সিবিআই হেফাজতে সন্দেশখালির মাস্টারমাইন্ড শেখ শাহজাহান

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 11:40 AM IST

কলকাতা, 14 মার্চ: কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে থাকা শাহজাহানের ভাই আলমগীরকে তলব করল সিবিআই ৷ 5 জানুয়ারি সন্দেশখালিতে ইডি-র উপর আক্রমণ চালানোর ঘটনায় আলমগীর ছাড়া আরও 6 জনকে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার নোটিশ দিয়েছে সিবিআই ৷ জানুয়ারি মাসে রেশন দুর্নীতি কাণ্ডে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি ৷ সেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে ৷ ঘটনাটি ঘটে ন্যাজাট থানা এলাকায় ৷

এই ঘটনায় ওই আধিকারিকদের সঙ্গে ঠিক কী করা হয়েছিল এবং কেন তাঁদের আক্রমণ করা হল, তা জানার জন্যই আজ শেখ শাহজাহানের ভাই আলমগীর-সহ মোট 7 জনকে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে সাত জনকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে ৷

গত 29 ফেব্রুয়ারি ভোরে শেখ শাহজাহানের গ্রেফতারির খবর সামনে আসে ৷ বর্তমানে শেখ শাহজাহান-সহ তার ঘনিষ্ঠ তিন জনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ তাদের জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পর্যন্ত জানতে পেরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ ধৃত দিদার বক্স মোল্লাা, জিয়ারুল মোল্লাকে জেরা করে বহু তথ্য পাওয়া গিয়েছে ৷ এর মধ্যে গত 7-8 মার্চ সিবিআইয়ের একটি দল শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে যায় ৷ তার বাড়ির তালা ভেঙে সেখানে ঢোকেন তদন্তকারীরা ৷ সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ফরেন্সিক টিম এবং আক্রান্ত দুই ইডি আধিকারিক ৷ এরপর ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই 'সিল' করা শেখ শাহজাহানের হলুদ রঙের বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা ৷

এদিকে আজই শেখ শাহজাহানের সিবিআই হেফাজতের দিন শেষ হচ্ছে ৷ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাকে আবারও নিজেদের হেফাজতে চাইতে পারে সিবিআই ৷

আরও পড়ুন:

  1. রেশন দুর্নীতি তদন্তে ফের শাহজাহানের ডেরায় ইডি, চলছে ম‍্যারাথন তল্লাশি
  2. আহত ইডি আধিকারিকের মুখোমুখি শাহজাহান
  3. হাইকোর্টের নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার শাহজাহান

ABOUT THE AUTHOR

...view details