পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে তদন্ত করতে শহরে সিবিআইয়ের বিশেষ দল - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG KAR DOCTOR RAPE AND MURDER: আরজি কর-কাণ্ডে তদন্ত করতে দিল্লি থেকে শহরে এসে পৌঁছল সিবিআইয়ের বিশেষ দল। বুধবার সকালে ফরেন্সিক বিশেষজ্ঞ-সহ সিবিআইয়ের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক কলকাতা পৌঁছন।

rg kar incident
আরজি কর তদন্তে শহরে সিবিআইয়ের বিশেষ দল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 9:17 AM IST

Updated : Aug 14, 2024, 11:11 AM IST

কলকাতা, 14 অগস্ট:কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবারই আরজি কর মেডিক্যাল কলেজে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই ৷ বুধবার সকালেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছল সিবিআইয়ের বিশেষ দল ৷ দলে রয়েছেন কয়েকজন ফরেন্সিক বিশেষজ্ঞ ৷

আরজি কর-কাণ্ডের তদন্তে শহরে সিবিআইয়ের বিশেষ দল (ইটিভি ভারত)

আরজি কর-কাণ্ডে মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ এদিনই কেস ডায়েরি সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছিল কলকাতা পুলিশ ৷ তদন্তভার হাতে নিয়ে রাতেই টালা থানায় দীর্ঘক্ষণ ধরে অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জ ছাড়াও বিভিন্ন পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা ৷

নিজাম প্যালেস সূত্রের খবর, বুধবার দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল কলকাতায় পা-রেখেই নিজাম প্যালেসে আসেন। পরে তাঁরা সল্টলেক সিজিও কমপ্লেক্সে যেতে পারেন ৷ সিবিআই সূত্রে খবর, কলকাতার বিশেষ আদালতে এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে সিবিআই। ঠিক কি ঘটেছিল ? তা জানতে অনান্য মহিলা চিকিৎসকদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

চলতি মাসের 9 তারিখ আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ চিকিৎসকের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিল টালা থানার পুলিশ ৷ পরিবারের তরফে অভিযোগ করা হয়ে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ এর পরেই নড়চড়ে বসে পুলিশ ৷ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। উঠে আসে ধর্ষণ ও খুনের ঘটনা ৷

ঘটনাস্থল থেকে পাওয়া ব্লু-টুথের সূত্র ধরে গ্রেফতার করা হয় অভিযুক্ত সঞ্জয় রায়কে ৷ জানা যায়, অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার।তাকে নিজেদের হেফাজতে নিয়ে নতুন ভাবে জিজ্ঞাসাবাদ শুরু করবে সিবিআই এর গোয়েন্দারা। পাশাপাশি আজ আরজি কর হাসপাতালে যাবে সিবিআই-এর ফরেনসিক দলের বিশেষজ্ঞরা । সেখানে গিয়ে তারা নতুনভাবে তদন্ত প্রক্রিয়া চালাবেন।

ইতিমধ্যেই ওই নির্যাতিতা তরুনীর দেহ সৎকার হয়ে গিয়েছে ৷ ফলে এখন পুলিশের করা সেই ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সিবিআই-এর গোয়েন্দাদের তদন্ত খতিয়ে দেখতে হবে ৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই-এর গোয়েন্দারা।

Last Updated : Aug 14, 2024, 11:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details