পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করে কে বদলালো মৃতার দেহ ঢাকা চাদর ? নয়া রহস্য ভাবাচ্ছে সিবিআইকে - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder Probe: কে বদলে দিল আরজি কর হাসপাতালের মৃতার দেহ ঢেকে রাখা চাদর ? নয়া এই রহস্য উদঘাটনে ব্যস্ত সিবিআই ৷ কী তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের ? দেখে নিন ৷

ETV BHARAT
আরজি কর-কাণ্ডে নয়া রহস্য (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 5:45 PM IST

কলকাতা, 29 অগস্ট: আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধারের পর কেউ কী তাঁর গায়ের চাদর পরিবর্তন করে দিয়েছিল ? এই রহস্যের জট কিছুতেই খুলতে পারছেন না সিবিআইয়ের গোয়েন্দারা । তথ্য-প্রমাণের লোপাটের চেষ্টাতেই আততায়ী দেহ ঢেকে রাখা চাদরটি বদলে দিয়েছিল কি না, তার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

9 অগস্ট ঘটনাটি ঘটার পর ওই চিকিৎসকের দেহ চারতলার সেমিনার হলের যেখান থেকে উদ্ধার হয়, সেখানে নাকি দেহটি একটি নীল রঙের চাদর দিয়ে ঢাকা ছিল । পরে সিবিআইয়ের গোয়েন্দারা মৃতার মা-বাবার সঙ্গে কথা বলে জানতে পারেন অন্য তথ্য ৷

মৃতার বাবা-মা গোয়েন্দাদের জানান, ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে শোনার পর তাঁরা সেদিন দুপুর 12টা বেজে 10 মিনিটে আরজি করে চলে আসেন । তবে তাঁদের ঘোরানো হয় হাসপাতালের এদিক ওদিক । পরে তাঁরা বিকেল তিনটে নাগাদ দেখেন, তাঁদের মেয়ের দেহ ঢাকা সবুজ রঙের চাদর দিয়ে ।

এ কথা জানার পর সিবিআইয়ের গোয়েন্দাদের অনুমান, এই অপরাধের ঘটনা ঘটানোর পর কেউ বা কারা মৃতার দেহের চাদর পরিবর্তন করেছিল । আর সেটিও একটি অপরাধ বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা । কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে পেরেছেন যে, দেহ উদ্ধারের পর প্রায় তিন ঘণ্টা ওই চিকিৎসকের বাবা-মাকে হাসপাতালে বসিয়ে রাখা হয়েছিল । গোয়েন্দাদের অনুমান, সেই সময়ই কিংবা তার আগে কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দেহের চাদরটি বদলে দেয় ।

দেহের চাদর বদলানোর কারণ কী হতে পারে ? সিবিআইয়ের দাবি, দেহের গায়ে রক্তের দাগ ছিল । ফলে, দেহটি যে চাদরে ঢাকা ছিল, তাতে রক্তের দাগ থেকে শুরু করে, হাতের ছাপ-সহ একাধিক তথ্য-প্রমাণ মিলতে পারত ৷ সেই কারণেই আততায়ী পুলিশের হাত থেকে বাঁচার জন্য মৃতার দেহের চাদর পরিবর্তন করে দিয়েছিল বলে মনে করছেন সিবিআইয়ের গোয়েন্দারা । তবে এই ঘটনার বিষয়ে আরও ভালো ভাবে জানার জন্যই সিবিআইয়ের গোয়েন্দারা সিজিও কমপ্লেক্সে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ডেকে কথা বলছেন ৷ তাঁর কাছ থেকে খুঁটিনাটি যাবতীয় তথ্য জানার চেষ্টা করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details