পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জিজ্ঞাসাবাদের জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও-তে নিয়ে গেল সিবিআই - CBI Probe on RG Kar Case

CBI Picks up Former RG Kar Principal Sandip Ghosh: আরজি কর-কাণ্ডের পর সেখানকার অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ ৷ পরে কলকাতা হাইকোর্ট তাঁকে ছুটিতে যেতে নির্দেশ দেয় ৷ ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত এখন সিবিআইয়ের হাতে ৷ শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় সিবিআই ৷

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 3:44 PM IST

Updated : Aug 16, 2024, 7:00 PM IST

CBI Picks up Former RG Kar Principal Sandip Ghsoh
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও-তে নিয়ে গেল সিবিআই (ইটিভি ভারত)

কলকাতা, 16 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মাঝরাস্তা থেকে তুলে নিয়ে গেল সিবিআই ৷ তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে নিয়ে যাওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে ৷

এখনও পর্যন্ত যা খবর, তাতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ প্রশ্ন উঠছে, এভাবে মাঝরাস্তা থেকে তাঁকে কেন তুলে নিয়ে যাওয়া হল ? তাহলে কি তাঁকে গ্রেফতার করতে চলেছে সিবিআই ? এই নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন সিবিআইয়ের তদন্তকারীরা ৷

উল্লেখ্য, গত 9 অগস্ট সকালে আরজি করের চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয় ৷ সেদিন থেকেই প্রশ্নের মুখে পড়েছে সন্দীপ ঘোষের ভূমিকা ৷ বিশেষ করে ওই ছাত্রীর পরিবারকে খবর দেওয়া ৷ প্রথমে আত্মহত্যার কথা বলা পরিবারকে ৷ হাসপাতালে আসার পর দেহ দীর্ঘক্ষণ পর দেখতে দেওয়া ৷ এই ধরনের নানা অভিযোগ ওঠে ৷

এই নিয়ে অনেকেই কাঠগড়ায় তোলেন সন্দীপ ঘোষকে ৷ তাঁর আমলে হাসপাতালে অব্যবস্থাই এর জন্য দায়ী বলে অনেকে অভিযোগ করেন ৷ এই পরিস্থিতিতে চলতি সপ্তাহের শুরুতে সন্দীপ ঘোষ পদত্যাগ করেন ৷ সেদিনই তাঁকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয় ৷

কিন্তু মঙ্গলবার আরজি কর-কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে সন্দীপ ঘোষের ভূমিকা ৷ হাইকোর্ট তীব্র ভর্ৎসনা করে সন্দীপ ঘোষকে ৷ তাঁকে ছুটিতে চলে যেতে বলে হাইকোর্ট ৷ ইতিমধ্যে আদালতের নির্দেশে তদন্তে নামে সিবিআই ৷ এবার সন্দীপকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ৷

তাঁরা জানতে চান, ঘটনার পর সন্দীপ ঘোষ অধ্যক্ষ হিসেবে কী কী পদক্ষেপ করেছিলেন ? ঘটনাস্থলে তিনি কি গিয়েছিলেন ? পুলিশকে কখন খবর দেওয়া হয় ? পুলিশ যাওয়ার আগে কারা কারা সেখানে গিয়েছিলেন ? ধৃত সুশান্ত রায়কে কি চিনতেন তিনি ?

এছাড়াও সিবিআই আধিকারিকরা তাঁর থেকে জানতে চাইবেন যে এই ঘটনায় কলকাতা পুলিশ কবে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল এবং ঘটনাটি ঘটার কতক্ষণ পর পুলিশ তাঁর রেকর্ড করেছিল ? তিনি কি পুলিশকে সাহায্য করেছিলেন ?

তাছাড়া গোয়েন্দারা জানতে পেরেছেন এই সন্দীপ ঘোষের সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ রয়েছে । এর আগেও সন্দীপ ঘোষকে আরজি কর হাসপাতাল থেকে বেশ কয়েকবার বদলি করা হয়েছিল। এখন দেখার এই ক্ষেত্রে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কী হয় !

Last Updated : Aug 16, 2024, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details