কলকাতা, 16 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মাঝরাস্তা থেকে তুলে নিয়ে গেল সিবিআই ৷ তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে নিয়ে যাওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে ৷
এখনও পর্যন্ত যা খবর, তাতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ প্রশ্ন উঠছে, এভাবে মাঝরাস্তা থেকে তাঁকে কেন তুলে নিয়ে যাওয়া হল ? তাহলে কি তাঁকে গ্রেফতার করতে চলেছে সিবিআই ? এই নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন সিবিআইয়ের তদন্তকারীরা ৷
উল্লেখ্য, গত 9 অগস্ট সকালে আরজি করের চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয় ৷ সেদিন থেকেই প্রশ্নের মুখে পড়েছে সন্দীপ ঘোষের ভূমিকা ৷ বিশেষ করে ওই ছাত্রীর পরিবারকে খবর দেওয়া ৷ প্রথমে আত্মহত্যার কথা বলা পরিবারকে ৷ হাসপাতালে আসার পর দেহ দীর্ঘক্ষণ পর দেখতে দেওয়া ৷ এই ধরনের নানা অভিযোগ ওঠে ৷
এই নিয়ে অনেকেই কাঠগড়ায় তোলেন সন্দীপ ঘোষকে ৷ তাঁর আমলে হাসপাতালে অব্যবস্থাই এর জন্য দায়ী বলে অনেকে অভিযোগ করেন ৷ এই পরিস্থিতিতে চলতি সপ্তাহের শুরুতে সন্দীপ ঘোষ পদত্যাগ করেন ৷ সেদিনই তাঁকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয় ৷