পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন জানাল সিবিআই - CBI MOVES CALCUTTA HIGH COURT

রাজ্যের তরফে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে আগেই ৷ মামলার শুনানি হবে আগামী সোমবার ৷ শুক্রবার একই দাবিতে আদালতে সিবিআই ৷

CBI DEMANDS CAPITAL PUNISHMENT
সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে সিবিআই (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 12:03 PM IST

কলকাতা, 24 জানুয়ারি:সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের পর হাইকোর্টে আবেদন জানাল সিবিআই। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক ও শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ।

গত মঙ্গলবার আরজি কর মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে ৷ সেই মামলার শুনানি সোমবার ৷ এই মামলার সঙ্গেই সিবিআই-এর আবেদনের শুনানি হবে ৷

আরজি কর মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের আবেদনে আপত্তি জানায় সিবিআই ৷ বুধবার মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর প্রশ্ন ছিল, দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য কীভাবে আবেদন করতে পারে ? শুনানির শুরুতেই রাজ্যের আবেদনে অসম্মতি দেখিয়ে সিবিআই-এর আইনজীবী (ডেপুটি সলিসিটর জেনারেল) রাজদীপ মজুমদার জানান, একমাত্র তদন্তকারী সংস্থাই পারে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যেতে । এ প্রসঙ্গে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের প্রসঙ্গ তুলে ধরেছিলেন তিনি ৷

উত্তরে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য ছিল, তদন্ত এবং আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। আর আরজি কর-কাণ্ডের মামলাটির তদন্তও রাজ্যের পুলিশ শুরু করেছিল । পরে তা সিবিআই-কে হস্তান্তর করা হয় । সুতরাং লালুপ্রসাদের মামলার সঙ্গে এই মামলার তুলনা টানা ঠিক নয় বলে মনে করেন রাজ্যের আইনজীবী ৷

তারপর বিচারপতি রাজ্যের তরফে পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায়কে জিজ্ঞাস করেন রাজ্যের এই মামলা সম্পর্কে নির্যাতিতার পরিবার কিছু জানেন কি না ? উত্তরে তিনি জানিয়েছিলে, এই মামলা সম্পর্কে কিছু নির্যাতিতার পরিবার কিছু জানে না ৷ সরকারি আইনজীবীর এই মন্তব্যের পর বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছিলেন, সোমবার নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন ৷ তারপর এই মামলা গ্রহণ করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত ৷

পড়ুন:সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে রাজ্যের আবেদনকে হাইকোর্টে চ্যালেঞ্জ করল সিবিআই

ABOUT THE AUTHOR

...view details