কলকাতা, 14 অগস্ট: আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় সিট গঠন করল সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ তদন্তকারী দলে আপাতত তিনজন আধিকারিক রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন মহিলা আধিকারিক রয়েছেন ৷ সিবিআই সূত্রের খবর পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে সিটের সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে ৷ উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের তদন্তকারী দলের নেতৃত্ব দিচ্ছেন একজন ডিআইজি পদমর্যাদার আধিকারিক ৷
মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় এ দিন দুপুরে আরজি কর হাসপাতালে আসেন সিবিআই আধিকারিকরা ৷ হাসপাতালের সেমিনার হল, বিশেষত যেখান থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়, সেখানে সিবিআই গোয়েন্দারা প্রায় আড়াই ঘণ্টা ভিডিওগ্রাফি করেন ৷ সেমিনার হল-সহ হাসপাতালের একাধিক জায়গায় সিসিটিভি ফুটেজ নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই ৷ প্রায় একমাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা ৷ পাশাপাশি, একাধিক তথ্য জোগাড় করার চেষ্টা করেন তদন্তকারীরা ৷