পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাহজাহানের বিরুদ্ধে এবার সিবিআই চার্জশিট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন - Sheikh Shahjahan

Sheikh Shahjahan: সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় সিবিআই চার্জশিটে সিভিক ভলান্টিয়ার প্রসঙ্গ ৷ ওই সিভিক ভলান্টিয়ারকে কোনও পদক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছিল বসিরহাট পুলিশের তরফে ৷ ঘটনার তদন্তে এমনই তথ্য হাতে পেয়েছেন সিবিআই ৷

ETV BHARAT
নিজাম প্যালেস (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 10:25 PM IST

কলকাতা, 12 জুন: সন্দেশখালিতে ইডি'র উপর হামলার ঘটনায় সিবিআই চার্জশিটে বিস্ফোরক অভিযোগ ৷ সেখানে উঠে আসছে এক সিভিক ভলান্টিয়ারের কথা ৷ সঙ্গে বসিরহাট পুলিশ জেলার আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ চার্জশিটে উল্লেখ করা হয়েছে, 5 জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলার সময় একজন সিভিক ভলান্টিয়ার পুলিশ ফাঁড়িতে ফোন করে বিষয়টি জানিয়ে ছিলেন ৷ কিন্তু, ফোনের উলটোদিক থেকে তাঁকে স্থানীয় একটি মার্কেটের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকার নির্দেশ দেওয়া হয় ৷

রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা ৷ চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ঠিক সকাল 7টা 10 মিনিটে থেকে এলাকায় লোকজন জড়ো হতে থাকে ৷ পরে তারা ইডি আধিকারিকদের উপর চড়াও হয় বলে অভিযোগ ৷ সরকারি গাড়িতেও ভাঙচুর করা হয় ৷ রক্তাক্ত হতে হয় ইডির তদন্তকারীদের ৷ কিন্তু, ঘটনার আগে স্থানীয় এক সিভিক ভলান্টিয়ার বিষয়টি আঁচ করতে পেরে বসিরহাট পুলিশ ফাঁড়িতে খবর পাঠিয়েছিলেন ৷ কিন্তু, তাঁকে স্থানীয় একটি মার্কেটে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকার নির্দেশ দেওয়া হয় ফাঁড়ির পুলিশের তরফে ৷ প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷

সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে, ততক্ষণে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়ে গিয়েছে ৷ তাঁরা রক্তাক্ত অবস্থায় গ্রাম থেকে বেরিয়ে এলাকা ছাড়েন ৷ তার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ আর এই সূত্রেই সিবিআই বসিরহাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ৷ সিবিআইয়ের চার্জশিটে বলা হয়েছে, শাহজাহানের বাড়িতে বিপুল অস্ত্র ভান্ডার মজুত করা হয়েছিল ৷ আর সেই কারণেই ইডি আধিকারিকদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে ৷

শেখ শাহজাহানের বাড়িতে অভিযানের আগে বেশ কয়েকবার তাঁকে ফোন করেছিলেন ইডি'র আধিকারিকরা ৷ সেই ফোন পাওয়ার পরপরই নিজের লোকজনদের দিয়ে বাড়ির সামনে ভিড় জড়ো করানো হয়েছিল ৷ অপরদিকে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর সেই বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র ভাণ্ডার আবু তালেবের বাড়িতে পাচার করে দিয়েছিলেন বলে অভিযোগ ৷ পরে সন্দেশখালিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি'র সাহায্য নিয়ে উদ্ধার করা হয় বিপুল আগ্নেয়াস্ত্র ৷ সঙ্গে উদ্ধার হয় শেখ শাহাজাহানের লাইসেন্স-সহ আগ্নেয়াস্ত্র ও একাধিক আই কার্ড ৷ আর কলকাতার যে দোকান থেকে আগ্নেয়াস্ত্র কেনা হয়েছিল, তার বিল উদ্ধার করেছিলেন তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details