কলকাতা, 9 সেপ্টেম্বর:সুপ্রিম কোর্টে শুনানির পর সোমবার আরজি কর হাসপাতালে এসেছিলেন সিবিআই আধিকারিকরা । প্রায় ছ'ঘণ্টার কাছাকাছি তাঁরা হাসপাতালে ছিলেন । কিন্তু বেরোনোর সময় হতেই বিক্ষোভের মুখে পড়েন। কবে বিচার মিলবে সেই প্রশ্নই জানতে চাওয়া হয় সিবিআই আধিকারিকদের কাছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় অবশেষে হাসপাতাল ছাড়েন তাঁরা ।
সিবিআইকে ঘিরে বিক্ষোভ আরজি করে, নেপথ্যে বহিরাগত তত্ত্ব ! - RG Kar Doctor Rape and Murder
CBI at RG Kar Hospital: তথ্য সংগ্রহ করতে সুপ্রিম শুনানির পর আরজি কর হাসপাতালে গিয়েছিল সিবিআই ৷ তবে বেরনোর সময় বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ৷ জুনিয়র ডাক্তারদের অবর্তমানে কারা দেখাল বিক্ষোভ, উঠছে সেই প্রশ্ন ৷
Published : Sep 9, 2024, 10:37 PM IST
কিন্তু কারা এই বিক্ষোভ দেখালেন তা নিয়েই উঠেছে প্রশ্ন ৷ যদিও বিক্ষোভকারীদের দাবি তাঁরা স্বাস্থ্যকর্মী । তবে এই ঘটনার সময় আরজি কর হাসপাতালে সকল জুনিয়র চিকিৎসকরা তাঁদের জেনারেল বডির বৈঠকে উপস্থিত ছিলেন । ফলে ওই সময় হাসপাতালে থাকার কথা নয় তাঁদের ৷
সোমবার আরজি কর হাসপাতালে এসে সিবিআই আধিকারিকরা ঢুকেছিলেন জরুরি বিভাগে । সেখানেই বেশ কিছুক্ষণ থাকেন তাঁরা । সন্ধ্যায় বেরোনোর সময় যান ক্যান্টিনে । সেখান থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে বেরিয়ে যাচ্ছিলেন । তাঁদের সঙ্গে ছিলেন আরজি কর হাসপাতালের বর্তমান উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আর ঠিক তখনই বেশ কিছুজন মিলে তাঁদের সামনে বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে । হিন্দি এবং ইংরাজি দুটি ভাষাতেই সিবিআই আধিকারিকদের প্রশ্ন করা হয় । এমনকী বিক্ষোভকারী মহিলাদের চোখে জল পর্যন্ত দেখা গিয়েছে । অবশেষে উপাধ্যক্ষকে গাড়িতে নিয়েই হাসপাতাল থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। তবে পরমুহূর্তে আবার ফিরে উপাধ্যক্ষকে নিজের অফিসে ঢুকিয়ে ফের বেরিয়ে যায় সিবিআই ।
কিন্তু কারা এই বিক্ষোভ দেখালো সেই নিয়েই এবার উঠেছে প্রশ্ন ৷ তবে কি ফের আরজি কর হাসপাতালের ভিতরে বহিরাগতদের হানা ? বিক্ষোভকারীদের মধ্যে একজন জানান, তিনি ফার্মাসি নিয়ে অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন । একমাস হয়ে গেল এখনও বিচার আসেনি সেই কারণেই আজকের দিনে আরজি কর হাসপাতালে এসেছেন । অন্যদিকে বাকি দু'জন মহিলা নিজেদেরকে নার্স বলে দাবি করেন । চোখে জল নিয়ে তাঁরা জানান, আর কতদিন অপেক্ষা করতে হবে ? এবার বিচার দিন ।