কলকাতা, 27 এপ্রিল: শুক্রবার থেকেই খবরের শিরোনামে সন্দেশখালি ৷ আরও একবার ফিরে এল শেখ শাহজাহান ত্রাস ৷ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক তৈরির মশলা-সহ একাধিক কার্তুজ উদ্ধার হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ৷ এখন প্রশ্ন শেখ শাহাজাহান কোথা থেকে কিনেছিলেন এই কার্তুজ? নিজেই এই কার্তুজগুলি কিনেছিল, নাকি অন্য কেউ তাঁর জন্য এনেছিল? এই প্রশ্নে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই৷
সূত্রের খবর, উত্তর 24 পরগনার সরবেড়িয়ার যে বাড়ি থেকে এই বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধার করেছে এনএসজি, সিআরপিএফ সেই সামগ্রীর মধ্যে একটি বিল খুঁজে পেয়েছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, কলকাতার একটি দোকান থেকে একাধিক কার্তুজ কেনা হয়েছিল। সেই বিল ইতিমধ্যেই সিবিআইয়ের গোয়েন্দাদের হাতে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি এক বছরের মধ্যেই এই কার্তুজগুলি কেনা হয়েছিল। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দোকানের মালিকের সঙ্গে সিবিআইয়ের গোয়েন্দারা কথা বলবেন বলে জানা গিয়েছে ।
তবে শেখ শাহজাহান নিজে কলকাতায় এসে এই কার্তুজ কিনেছে নাকি কেউ তার হয়ে কিনে নিয়ে গিয়েছিল, সেই বিষয়ে স্পষ্ট তথ্য নেই সিবিআই গোয়েন্দাদের কাছে ৷ এই বিষয়ে সিবিআইয়ের গোয়েন্দারা শেখ শাহজাহানের সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে। মূলত, সরবেড়িয়ার যে বাড়ি থেকে যেসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তার অধিকাংশই বিদেশি ৷ আমেরিকা থেকে এই সমস্ত আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মোট মূল্য 40 লক্ষ টাকারও বেশি বলে দাবি সিবিআইয়ের।
অভিযুক্ত আবু তালেবের বাড়িতে তল্লাশিতে একটি বড় বাক্সে এই বিদেশী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক বোমা। সূত্রের খবর, এর মধ্যে ছিল গ্রেনেড, হ্যান্ডমেড বোমা ৷ নাশকতা বা সন্ত্রাসমূলক কাজে ব্যবহার করা হয় এই ধরনের বোমা। আগ্নেয়াস্ত্রের মধ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র অর্থাৎ একে 47 বা একে 56-এর মতো আগ্নেয়াস্ত্র, কার্তুজ বিশেষ দেখা যায় জঙ্গি সংগঠনের কাছে। তবে এই সংক্রান্ত বিষয়ে মুখ খোলেনি এনএসজি ৷