সিবিআই ক্যাম্পে অভিযোগ স্থানীয়দের (ইটিভি ভারত) সন্দেশখালি ও ধামাখালি, 17 মে: বগটুই, আসানসোলের পর এবার সন্দেশখালিতে ক্যাম্প করল সিবিআই। মূলত, কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির মানুষের অভিযোগ নিতে ইমেল আইডি চালু করা হয়। এক মাস ধরে sandeshkhali@cbi.gov.in-এ আসা অভিযোগ খতিয়ে দেখতেই ক্যাম্প করা হয়েছে। শুক্রবার বেরমজুর এলাকার বেশ কয়েকজন অভিযোগকারীর সঙ্গে দেখা করেন সিবিআই প্রতিনিধিরা। কিন্তু, সন্দেশখালির বিস্তীর্ণ এলাকার বহু মানুষ ইমেল করতে পারেন না। তারা সিবিআই ক্যাম্পের খোঁজ পেয়ে এখান আসতে শুরু করেছেন।
প্রাথমিকভাবে তাঁদের লিখিত অভিযোগ তুলে আনার কথা বলা হচ্ছে। অনেককে ফের ইমেল করতে বলা হচ্ছে। একই সঙ্গে আশ্বস্ত করা হচ্ছে, আগামী কয়েকদিনের জন্য সিবিআই 24 ঘণ্টা ধামাখালির ফেরিঘাট সংলগ্ন এই sbi ব্যাঙ্কে চত্ত্বরে থাকবেন। ফলে, কাল-পরশু বা তারপরেও সুন্দর করে অভিযোগ লিখিত আকারে নিয়ে আসতে বলা হচ্ছে।
এখানে ক্যাম্প করার কারণ ?
মেল আইডিতে প্রতিদিনই অভিযোগের পাহাড় জমা হচ্ছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই দফতর নিজাম প্যালেস থেকে সন্দেশখালি আসা সময় সাপেক্ষ ব্যাপার। তাই সময় অপচয় করতে নারাজ সিবিআই। তাই, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা সন্দেশখালিতে থেকেই দ্রুত তদন্তের নিষ্পত্তি করতে চান। একারণেই অস্থায়ী ক্যাম্প করা হয়েছে ।
কারা আসছেন ক্যাম্পে ?
ধামাখালির এসবিআই ব্যাঙ্কের উপরতলায় সিবিআই অফিসাররা অস্থায়ী অফিস করেছেন। নীচে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে স্থানীয়দের অভিযোগ নেওয়া হচ্ছে। বেরমজুর, ঝড়খালি, থেকেও লোকজন আসছেন।
- বেরমজুরের ইমরান উদ্দিন ঘরামীর অভিযোগ, তিনি 5 বিঘা জমি কিনেছিলেন। কিন্তু, পরে সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের লোকেরা হুমকি দেয়। টাকা চায়। পরে 80 হাজার টাকাও দেন তিনি ৷ কিন্তু, তারপর দেখা যায়, কেনা জমি অন্যের নামে রেজিস্টার হয়ে গিয়েছে।
- যে কারণে বিএলআরও কাছে তারা অভিযোগ জানান। কিন্তু, সমস্যার কোনও সমাধান হয়নি। বরং, বিএলআরও তাদের কোর্টে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে সন্দেশখালি কাণ্ডের প্রকাশ পায়। গ্রেফতার হয় শেখ শাহজাহান ও তাঁর ভাই ও অন্যান্য কয়েকজন অভিযুক্ত। অভিযোগ নেওয়ার পদ্ধতি শুরু হয়। সেখানেও অভিযোগ জানান তাঁরা। এমনকী, জমি ফেরতের জন্য যে 130 জনের তালিকা প্রকাশ করা হয়, সেখানে ইমরান উদ্দিনের স্ত্রীর নামও (মমতাজ বিবি) ছিল। যদিও তাঁরা জমি ফেরত পাননি। তাই, আবারও সিবিআই ক্যাম্পে অভিযোগ জানাতে এসেছেন তাঁরা।
তবে, শুধু ইমরান উদ্দিনের স্ত্রীই নন। তার মতো একাধিক মানুষ আজকের শিবিরে আসেন। প্রত্যেকের জমি দখল, ভেড়ি দখলের অভিযোগ। ফলে, প্রত্যেকেই আশায় রয়েছেন জমি ফেরানোর। তবে, আদৌ তা ফিরবে কিনা, তা সময়ই বলবে ৷
আরও পড়ুন:
- সন্দেশখালিতে ক্যাম্প অফিস খুলল সিবিআই, সরাসরি অভিযোগ জানাতে পারবেন বাসিন্দারা
- সন্দেশখালিতে ক্যাম্প অফিস খুলছে সিবিআই, দেখুন সরাসরি
- কেন আত্মসমর্পণ ? কী শর্তেই বা জামিন কয়লাপাচার মামলায় মূল অভিযুক্ত পেলেন লালা !