কলকাতা, 4 সেপ্টেম্বর: আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে অসম্মান ও ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে । মামলাটি করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । জানা গিয়েছে, পরে সিপিএম নেতাদের হুমকি দেওয়ার অভিযোগও এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে ৷
মামলা নিয়ে আইনজীবীদের বক্তব্য (ইটিভি ভারত) গত রবিবার সোনারপুরে এক প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন অভিনেত্রী তথা বিধায়ক লাভলি মৈত্র । সেখানে বর্তমানে আরজি করের ঘটনায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে মন্তব্য করেন তিনি ৷ লাভলি বলেন, "দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে হয়রান করা হচ্ছে । গরিব মানুষ যাঁরা চিকিৎসার জন্য আসেন, যাঁরা গ্রামবাংলা থেকে আসেন, যাঁরা প্রান্তিক এলাকা থেকে আসেন, যাঁদের চিকিৎসা করার ক্ষমতা নেই বেসরকারি হাসপাতালে গিয়ে, আজকে তাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ।"
তিনি আরও বলেন, "কোনও চিকিৎসা হচ্ছে না । এরা মানবিক ? এরা মানুষ ? কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা ।" এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের তরফে লাভলি মৈত্রকে সতর্ক করা হয়েছিল । বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আগেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন সিপিএম নেতা, সমাজকর্মী তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় । কিন্তু পুলিশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না-নেওয়ার অভিযোগ করেন তিনি ৷ এরপরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন । বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তাঁকে বুধবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন । সেইমতোই আজ তিনি আদালতে মামলা দায়ের করলেন ৷
রবিবার তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা থেকে বিরোধীদের বদলা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র ৷ তিনি বলেন, "সিপিএমের সুজন, সায়নরা ঘুরে বেড়ান তার একটাই কারণ, রাজ্যে বদল হয়েছিল, কিন্তু বদলা হয়নি । 2011 সালে বদল হয়েছিল কিন্তু 2024 বদলাও হবে । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দিকে যে আঙুল তুলবে, কীভাবে তাঁর আঙুল নামাতে হয়, সেটা আমরাও জানি । আমরা শান্ত আছি, কিন্তু দুর্বল নই ।"
এদিকে, কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণ চাই ৷ এই নিয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় বুধবার । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অমৃতা পাণ্ডে । তবে এখনই এই মামলা করার অনুমতি দেননি প্রধান বিচারপতি ৷ তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে যেহেতু আরজি কর মামলাটি বিচারাধীন রয়েছে, এমতাবস্থায় এ বিষয়ে তিনি কোনও অনুমতি দিতে পারেন না । সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই হাইকোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ।