পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাবালিকাকে যৌন হেনস্থা-ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চিকিৎসক - CARDIOLOGIST ARREST IN POCSO CASE

ডাক্তার দেখাতে এসে চিকিৎসকের কাছে যৌন হেনস্থার শিকার নাবালিকা ৷ পুলিশে অভিযোগ দায়ের হতেই গ্রেফতার হৃদরোগ বিশেষজ্ঞ ৷

Asansol Minor Girl Rape, Asansol Criminal Court
নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় ধৃত চিকিৎসক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2024, 10:16 PM IST

আসানসোল, 21 নভেম্বর: আরজি করের ঘটনার প্রতিবাদ মিছিলে প্রথম সারিতেই হেঁটেছিলেন। এবার সেই চিকিৎসকের বিরুদ্ধেই নাবালিকাকে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ উঠল। বুধবার রাতে আসানসোল মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃত চিকিৎসকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক একদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।

আসানসোলের বেশ কয়েকটি নার্সিংহোমের সঙ্গে যুক্ত এই বিশিষ্ট কার্ডিয়োলজিস্ট। এছাড়াও নিজের বেশ কয়েকটি প্রাইভেট চেম্বারও রয়েছে তাঁর । গত 15 নভেম্বর ঠাকুমার সঙ্গে এক নাবালিকা তাঁর কাছে চিকিৎসার জন্য গিয়েছিল। অভিযোগ, ঠাকুমাকে চেম্বারের বাইরে রেখে চিকিৎসক ওই নাবালিকাকে যৌন হেনস্থা ও ধর্ষণের চেষ্টা করেন ৷ নির্যাতিতার পরিবার বিষয়টি জানার পরেই বুধবার আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করে । সেদিন রাতেই অভিযুক্ত চিকিৎসক গ্রেফতার করে পুলিশ ৷

আইনজীবীর বক্তব্য (ইটিভি ভারত)

বৃহস্পতিবার ধৃতকে পাঁচদিনের হেফাজতে চেয়ে আসানসোল আদালতে পেশ করে পুলিশ। বিচারক একদিনের হেফাজত মঞ্জুর করেন। এই বিষয়ে সরকার পক্ষের আইনজীবী মিতা মজুমদার জানান, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । পাশাপাশি ধর্ষণের চেষ্টার মামলাও দেওয়া হয়েছে ।

আসানসোলের প্রথম সারির এই চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্তম্ভিত গোটা শহর। দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসক হিসেবে সুনাম ছিল। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক-সহ বিভিন্ন বিশিষ্ট মানুষের সঙ্গে তাঁকে নানা মঞ্চেও দেখা গিয়েছে বিভিন্ন সময়ে। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় কার্যত অবাক হয়েছে আসানসোল।

ABOUT THE AUTHOR

...view details