কল্যাণী, 29 অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল উদ্বোধনের পরেই এইমস কল্যাণীর মাথায় নয়া পালক ৷ আজ থেকে চালু হল কার্ডিয়াক ক্যাথ ল্যাব ও হার্ট লাং যন্ত্র ৷ একই সঙ্গে হাসপাতালে চালু হল প্রধানমন্ত্রী জন ঔষধি পরিষেবা ৷
এইমস কল্যাণী আগে চালু হলেও ছিল না কার্ডিয়াক বিভাগের ক্যাথ ল্যাবের পরিষেবা । যেটা চালু হওয়ায় 39টি বিভাগ হল কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৷ এখন হাসপাতালের টার্গেট 41টি বিভাগ চালু করা । এইমস কর্তৃপক্ষ আশাবাদী, বাকি দু’টি বিভাগও আগামীতে চালু হবে । এর আগে একাধিক বিভাগের চিকিৎসা পরিষেবা চালু হয়েছিল হাসপাতালে ।
প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য-সহ বাংলাদেশ থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য এই প্রতিষ্ঠানে ভিড় জমান । স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় হাসপাতালে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ছিল রাজ্যবাসী । ফলে নতুন করে গুরুত্বপূর্ণ আরও দু’টি বিভাগ চালু হওয়ায় আরও অনেকে উপকৃত হবেন ।