কলকাতা ১৯ নভেম্বর: বেলডাঙায় অশান্তি ও বোমা বিস্ফোরণ-কাণ্ডে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট ৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিসন বেঞ্চ এই রিপোর্ট তলব করেছে ৷
মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী ৷ তিনি এই ঘটনার তদন্তভার এনআইএ-কে দেওয়ার আর্জি জানিয়েছেন আদালতের কাছে ৷ সেই মামলাতেই রাজ্যের রিপোর্ট চেয়েছে হাইকোর্ট ৷ আগামিকাল ফের শুনানি ৷
এদিন মামলার শুনানিতে আইনজীবী কৌস্তভ বাগচি বলেন, ‘‘বেলডাঙার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক । নানাভাবে ওই এলাকায় ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে । বিশেষ করে হালদারপাড়া এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি সংকটজনক । একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হচ্ছে ।’’
আদালতে তিনি দাবি করেন, ‘‘পুলিশ কোনও পদক্ষেপ করতে পারছে না । পুলিশ তার ভূমিকায় সম্পূর্ণ ব্যর্থ । এই অবস্থায় সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন । মানুষের জন্য নিরাপত্তার স্বার্থেই কেন্দ্রীয় বাহিনী মোতায়নের প্রয়োজন । একই সঙ্গে বেলডাঙা বিস্ফোরণ-কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি বা এনআইএ-কে তদন্তভার দেওয়া উচিত ।’’
আদালতে কৌস্তভ আরও বলেন, ‘‘এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ । পরিস্থিতি এতটাই খারাপ যে ভাগরথী এক্সপ্রেস বেলডাঙা স্টেশনের কাছে দাঁড় করিয়ে রাখা হয় । একটি নির্দিষ্ট সম্প্রদায়ের এক ব্যক্তি পুরো বেলডাঙা জ্বালিয়ে দেওয়ার কথা বলছেন, সেই ভিডিয়ো ফুটেজ আছে ।’’
বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, ‘‘ছবি এবং সরকারি রিপোর্টের ভিত্তিতে দেখা যাচ্ছে যে সেখানে যথেষ্ট বাহিনী মোতায়েন রয়েছে এবং বেশ কিছু গ্রেফতারি হয়েছে । পুলিশ ব্যবস্থা নিয়েছে । সে ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের প্রয়োজনীয়তা কী ?’’