কলকাতা, 27 জানুয়ারি:সঞ্জয় রায়ের ফাঁসি চায় না আরজি করের নির্যাতিতার পরিবার ৷ তাদের পক্ষের আইনজীবী শামিম আহমেদ কলকাতা হাইকোর্টে আজ একথা জানিয়েছেন ৷ এদিকে, আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনে আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে আবেদনের শুনানি আজ শেষ হয়েছে ৷ রায়দান স্থগিত রেখেছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রাশিদির বেঞ্চ ৷
এদিন নির্যাতিতার পরিবারের আইনজীবী শামিম আহমেদ বলেন, "আমরা মনে করি, যারা আসল অপরাধী তারা এখনও ধরা পড়েনি ৷ তাদের ধরতে হবে ৷ আমরা মনে করি, তারাও ধরা পড়ুক এবং কঠোর শাস্তি পাক ৷ সিবিআই ও রাজ্যের ফাঁসির দাবিতে করা আবেদনে আমরা চরম শাস্তি চাইছি না, এটাই আদালতে জানিয়েছি ৷"
কেন তাঁরা ফাঁসি চাইছেন না এই প্রশ্ন করা হলে আদালতের বাইরে নির্যাতিতার বাবা বলেন, এবিষয়ে সবকিছু তাঁদের আইনজীবী বলবেন ৷ তিনি আরও বলেন, "যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, তাদের তদন্তের আওতায় এনে চরম শাস্তি দেওয়া হোক, এটাই আমরা চাইছি ৷" তাঁরা রাজ্য বা সিবিআইয়ের আর্জিকে সমর্থন করছেন কি না এই প্রশ্ন করা হলে তিনি বলেন, "যেখানে মেয়ের বিচার পাব, আমি তাদের সঙ্গে আছি ৷ সিবিআই তো কাজই করছে না, তার প্রমাণ শিয়ালদা আদালত দিয়েছে ৷ রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে ৷ এবার সিবিআইও আমাদের ডোবাচ্ছে ৷ এবার আমরা কার কাছে যাব ? বিচারকের কাছে আমরা জানতে চেয়েছি, তিনি যা বলবেন, তাই করব ৷"
ফাঁসির দাবিতে মামলার বিষয়ে সিবিআই এদিন বেঞ্চের সামনে দাবি করে যে, সাজা যথাযথ বলে মনে না-হলে শুধুমাত্র তাদেরই হাইকোর্টে আপিল করার অধিকার রয়েছে, কারণ তারাই মামলার তদন্তকারী সংস্থা । যদিও রাজ্য সরকার যুক্তি দেয় যে, কেন্দ্রীয় সংস্থা ছাড়াও, তারাও ট্রায়াল কোর্টের দেওয়া সাজা সঠিক হয়নি বলে দাবি করে আপিল করতে পারে ৷
এদিন রাজ্যের এজি কিশোর দত্ত আদালতে বলেন, "দিল্লি পুলিশ এসটাবলিশমেন্ট অ্যাক্টের 417-র (2) ধারা অনুযায়ী রাজ্যও আপিল জানাতে পারে, যদি আসামিকে বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয় অথবা নিম্ন আদালত যে শাস্তির নির্দেশ দিয়েছে সেটা যদি যথাযথ মনে না হয় ।"