পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেবের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন, মামলা খারিজ হাইকোর্টের - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Money Laundering Case Against MP Dev: দেবের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপের অভিযোগ সংক্রান্ত মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ প্রাথমিক অনুসন্ধানের পর সিবিআই আদালত জানায় সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও ভিত্তি নেই । এরপরই খারিজ হল মামলা ।

Dev Money Laundering Case
অভিনেতা তথা সাংসদ দেব (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 11:01 PM IST

কলকাতা, 8 জুলাই: দেবের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগের কোনও সারবত্তা নেই। আর তাই সোমবার এই সংক্রান্ত মামলা খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। লোকসভা নির্বাচনের সময় অভিযোগ ওঠে চাকরি দেওয়ার নাম করে দেবের সহকারী রামপদ মান্না এক ব্যাক্তির থেকে সাড়ে 6 লক্ষ টাকা নিয়েছেন। সেই ঘটনায় ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবও জড়িত । এই অভিযোগে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবিতে দায়ের হয় মামলা। সেই মামলাই খারিজ করল হাইকোর্ট।

এর আগে এই ঘটনায় বিচারপতি অমৃতা সিনহা সিবিআইকে প্রাথমিক অনুসন্ধান করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এদিন বিচারপতি সিনহার বেঞ্চে সিবিআইয়ের তরফে আইনজীবী অমাজিৎ দে জানান, "সিবিআই প্রাথমিক অনুসন্ধান করে কিছুই পায়নি। সারবত্তাহীন অভিযোগ বলে মনে হয়েছে কেন্দ্রীয় সংস্থার।" বিচারপতি সিনহা সিবিআইয়ের বক্তব্য শোনার পর মামলাটি খারিজ করে দিয়েছেন।

লোকসভা নির্বাচনের সময় একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আনেন আনেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এই অডিয়োর কথা উল্লেখ করে দেবের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ দায়ের করেছিলেন বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যাক্তি। সেখানে আর্থিক লেনদেনের বিষয়টির উল্লেখ ছিল। আরও অভিযোগ ওই অডিয়োর একটি অংশে দেবের কণ্ঠস্বর ছিল। এরপর বিচারপতি অমৃতা সিনহা সিবিআইকে অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, লোকসভা ভোটের মধ্যে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ‘প্রতিনিধি’ রামপদ মান্নার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছিল। হাইকোর্টে তা নিয়ে মামলাও হয়। কিন্তু পরে টাকা পেয়ে গিয়েছেন বলে দাবি করে অভিযোগকারীই মামলা থেকে ‘পিছিয়ে যান’। একই অভিযোগে আবার মামলা হয়। তখন সরাসরি দেবের বিরুদ্ধে মামলা করেন বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি। মামলাকারীর দাবি ছিল, দেব এবং তাঁর ‘প্রতিনিধি’র বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সিবিআই তার তদন্ত করুক। কিন্তু সিবিআই এদিন রিপোর্ট দিয়ে জানিয়েছে, দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ।

ABOUT THE AUTHOR

...view details