পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জনস্বার্থ মামলা দায়ের করায় প্রাণে মারার চেষ্টা, 6 অভিযুক্তের আগাম জামিন বাতিল হাইকোর্টে - JHSBDASFASFJK

একশো বছরের পুরনো জমি দখল থেকে বাঁচাতে হাইকোর্টে মামলা করেছিলেন সৌরভ দত্ত ৷ এর পর তাঁকে মেরে ফেলার চেষ্টা করে অভিযুক্তরা ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 11:09 PM IST

কলকাতা, 15 নভেম্বর:গ্রামের পুরনো জমি দখল থেকে রক্ষা করতেজনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ৷ এর জন্য প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় মামলাকারীকে ৷ জনস্বার্থ মামলাকারীদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, শুধুমাত্র মামলা করার জন্যই মামলাকারীকে প্রাণে মেরে ফেলতে চাওয়া হয়েছিল । এখনও তাঁকে বারবার হুমকি দেওয়া হচ্ছে । বলা হচ্ছে, মামলা প্রত্যাহার না করলে ফল ভুগতে হবে । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ পুলিশের কাছে অভিযোগ জানাতে বলে। পুলিশকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয়।

কিন্তু পুলিশের কাছে অভিযোগ করার সঙ্গে সঙ্গেই অভিযুক্তরা কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদন জানায়। আক্রান্তের এবং গ্রামবাসীদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতকে জানান জনস্বার্থ মামলা করার খেসারত হিসেবে মামলাকারীকে 17 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে । শরীরে 32 জায়গায় আঘাতের চিহ্ন, হাতের হাড় ভেঙে দেওয়া সত্ত্বেও পুলিশ দায়সারা মনোভাব দেখিয়ে লঘুধারায় অভিযোগ দিয়েছে । আসামিরা এখনও গ্ৰামবাসীদের হুমকি দিচ্ছে তাই তাদের জামিনের আবেদন খারিজ করা হোক । দু'পক্ষের বক্তব্য শুনে 6 অভিযুক্তর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ।রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, আক্রান্তের জটিল অস্ত্রোপচার হল 17 দিন হাসপাতালে ভর্তি ছিলেন । তার পরেও পুলিশ লঘু ধারায় মামলা দায়ের করল ! তারপরই আদালত অভিযুক্তদের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় ।

জানা গিয়েছে, 100 বছরের পুরনো জমি দখল হচ্ছে দেখে গ্রামবাসীরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিলেন । মামলাকারীদের মধ্যে একজন সৌরভ দত্ত । গত 19 অক্টোবর মাঠে কৃষিকাজ করতে গেলে জমি দখলকারীরা তাকে ঘিরে ধরে । অভিযোগ, দু'জন কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত জওয়ান-সহ 6 জন তার উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । সৌরভের হাত ভেঙে দেওয়া হয় ৷ মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি । গ্রামবাসীরা সেখানে জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায় ।

মুর্শিদাবাদ জেলার সর্বাঙ্গপুর গ্রামের 100 বছরের শ্মশানকালীর মন্দিরের মাঠ দখল নেওয়ার অভিযোগ শাসক দল ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে । মন্দিরের পাশেই রয়েছে একটি প্রাথমিক স্কুল। সেই স্কুলের কচিকাচারা মন্দিরের মাঠে খেলাধূলা করে। অভিযোগ, স্থানীয় উদয় মণ্ডল ও পূর্ণিমা মণ্ডল শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ওই জমি বেআইনিভাবে পাট্টা করিয়ে দখল করে নেয় ।

হামলাকারীদের হাতে আক্রান্ত হওয়ার পর 17 দিন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন সৌরভ । পুরো ঘটনা উল্লেখ করে নওদা থানায় গ্রামবাসীরা অভিযোগ জানাতে গেলে, অভিযুক্তরা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় থানা প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে । মামলাকারী সৌরভ দত্ত হাসপাতাল থেকে ফিরে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান । মুর্শিদাবাদ এসপি নওদা থানাকে নির্দেশ দেন নিরপেক্ষ তদন্ত করার ।

ABOUT THE AUTHOR

...view details