কলকাতা, 21 নভেম্বর: 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট ৷ তার মধ্যে খুলে ফেলতে হবে সল্টলেকের সমস্ত বেআইনি হোর্ডিং ৷ বৃহস্পতিবার বিধাননগর পুরসভাকে এই নির্দেশ দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷
শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, "বেআইনি হোর্ডিং নিয়ে বিধাননগর পুরসভা কেন কোনও পদক্ষেপ করেনি, সেটা স্পষ্ট নয় আদালতের কাছে । এত বেআইনি হোর্ডিং দেখেও কিছু করেনি পুরসভা ৷ মনে হয় ইচ্ছে করেই ব্যবস্থা নেয়নি ।" এরপরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন, আগামী দু'দিনের মধ্যে সল্টলেকে সব বেআইনি হোর্ডিং খোলার ব্যবস্থা করতে হবে । আদালতে রিপোর্ট দিতে হবে আগামী 20 ডিসেম্বর ।
সল্টলেকে বেআইনি হোর্ডিং সনাক্তকরণ করে তা সরিয়ে ফেলার আর্জি জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে । মামলাটি করেন দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় । এ দিন সেই মামলায় রাজ্য সরকার আদালতে রিপোর্ট দিয়ে জানায়, ওই এলাকায় 351টি বেআইনি হোর্ডিং আছে । প্রধান বিচারপতির মন্তব্য, "351টি বেআইনি হোর্ডিং হলে কেন খুলে ফেলছেন না ? নোটিশ দিন । ওদের নিজেদেরই খুলতে বলুন ৷"