পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

48 ঘণ্টার ডেডলাইন ! সল্টলেকে সব বেআইনি হোর্ডিং খোলার নির্দেশ হাইকোর্টের - CALCUTTA HIGH COURT

প্রধান বিচারপতি নির্দেশ, আগামী দু'দিনের মধ্যে সল্টলেকে সব বেআইনি হোর্ডিং খোলার ব্যবস্থা করতে হবে । আদালতে রিপোর্ট দিতে হবে 20 ডিসেম্বর ।

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2024, 3:29 PM IST

কলকাতা, 21 নভেম্বর: 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট ৷ তার মধ্যে খুলে ফেলতে হবে সল্টলেকের সমস্ত বেআইনি হোর্ডিং ৷ বৃহস্পতিবার বিধাননগর পুরসভাকে এই নির্দেশ দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, "বেআইনি হোর্ডিং নিয়ে বিধাননগর পুরসভা কেন কোনও পদক্ষেপ করেনি, সেটা স্পষ্ট নয় আদালতের কাছে । এত বেআইনি হোর্ডিং দেখেও কিছু করেনি পুরসভা ৷ মনে হয় ইচ্ছে করেই ব্যবস্থা নেয়নি ।" এরপরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন, আগামী দু'দিনের মধ্যে সল্টলেকে সব বেআইনি হোর্ডিং খোলার ব্যবস্থা করতে হবে । আদালতে রিপোর্ট দিতে হবে আগামী 20 ডিসেম্বর ।

সল্টলেকে বেআইনি হোর্ডিং সনাক্তকরণ করে তা সরিয়ে ফেলার আর্জি জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে । মামলাটি করেন দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় । এ দিন সেই মামলায় রাজ্য সরকার আদালতে রিপোর্ট দিয়ে জানায়, ওই এলাকায় 351টি বেআইনি হোর্ডিং আছে । প্রধান বিচারপতির মন্তব্য, "351টি বেআইনি হোর্ডিং হলে কেন খুলে ফেলছেন না ? নোটিশ দিন । ওদের নিজেদেরই খুলতে বলুন ৷"

রাজ্যের আইনজীবী শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় বলেন, "এজেন্সিকে নোটিশ দেওয়া হয়েছে । সংবাদপত্রে দেওয়া হয়েছে বিজ্ঞাপন ।" প্রধান বিচারপতি বলেন, "এরপরেও না খোলা হলে গ্রেফতার করুন ৷" মামলাকারীর কথায়, "নিয়ম না মানলে গ্রেফতার করা যেতে পারে ৷ 50 হাজার টাকা জরিমানা হবে । ছয় মাসের জেল হতে পারে ।"

মামলাকারীর আইনজীবীর বক্তব্য, "সল্টলেকে 134টা আইনি হোডিং থাকার কথা ৷ কিন্তু রয়েছে 2500টি । আইন অনুযায়ী, 134টির বেশি হোর্ডিং থাকলে 50 হাজার টাকা জরিমানা হয় । 6 মাসের জেল হওয়ার কথা । মুম্বইয়ে হোর্ডিং ভেঙে পড়ে 16 জনের মৃত্যু হয়েছিল ।" রাজ্য আর্জি জানায়, তাদের কিছুটা সময় দেওয়া হোক ।

কিন্তু প্রধান বিচারপতির মন্তব্য, "আপনারা নিজে স্বীকার করছেন তাও কাজ করছেন না ৷ মনে হয় ইচ্ছে করেই এটা করছেন । হয় এই সময়ের মধ্যে হোডিং সরানোর কাজ করুন ৷ না-হলে ওই এজেন্সিগুলি বলুন হোডিং সরিয়ে নিতে ৷ না হয় পুরসভা বেআইনি হোর্ডিং মুক্ত করুক ।"

ABOUT THE AUTHOR

...view details