পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাম আমলের আটশোর বেশি প্রার্থীকে চাকরি দিতে নির্দেশ বিচারপতি মান্থার - 2009 Primary Exam - 2009 PRIMARY EXAM

Cal HC on Primary Recruitment: আগামী 2 মাসের মধ্যে বাম আমলের 800-রও বেশি প্রাথমিকের প্রার্থীকে চাকরি দিতে হবে ৷ বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷

Rajashekar Mantha , বিচারপতি রাজাশেখর মান্থা
বাম আমলের আটশোরও বেশি প্রার্থীকে চাকরি দিতে নির্দেশ বিচারপতি মান্থার

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 6:03 PM IST

কলকাতা, 25 এপ্রিল:বাম আমলের আটশোরও বেশি প্রার্থীকে প্রাথমিক শিক্ষকের চাকরি দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, আগামী 2 মাসের মধ্যে নিয়োগ করতে হবে ৷

2009 সালের উত্তর 24 পরগনা জেলার পরীক্ষার্থীদের মধ্যে আবেদনকারীদের হিসাব অনুযায়ী মোট 837টি শূন্যপদ ছিল । কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য মোট 437টি শূন্যপদ ছিল । আদালতের নির্দেশ, বুধবার পর্যন্ত যারা আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁদের সবাইকে চাকরি দিতে হবে । বিচারপতি রাজাশেখর মান্থা এদিন প্রাথমিক শিক্ষা সংসদকে বলেন, "কি চান তদন্ত হোক ? না বোর্ড চাকরি দেবে ?"

এই বিষয়ে প্রাথমিক শিক্ষা সংসদ জানায়, তারা চাকরি দিতে প্রস্তুত । তারপরই বিচারপতি নির্দেশ দেন, আগামী 2 মাসের মধ্যে এদের চাকরিতে নিয়োগ করতে হবে ।

এর আগে গত 9 এপ্রিল বিচারপতি মান্থা হাওড়া জেলার প্রায় 400 জনকে চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন । 2009 সালে রাজ্যের মোট চারটি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ । চার জেলার মধ্যে ছিল হাওড়া, মালদা আর দুই 24 পরগনা । এর মধ্যে হাওড়া আর উত্তর 24 পরগনার সমস্যা মিটল বলা যায় । তবে আরও দুটি জেলার বিষয় আদালতে বিচারাধীন । আগামিকাল শুক্রবার মালদা জেলার বিষয়টি বিচারপতি মান্থার বেঞ্চে শুনানির জন্য উঠবে । তবে বলা যায় 15 বছর পরে 800টির বেশি শূন্যপদে নিয়োগ হতে চলেছে উত্তর 24 পরগনা জেলায় ।

উল্লেখ্য, 2010 সালে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় । পরের বছর অর্থাৎ, 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল । নতুন সরকার বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় । তারা ফের পরীক্ষা নেয় 2015 সালে । কিন্তু সেই পরীক্ষা নিয়ে মামলা হয় আদালতে । হাইকোর্ট শেষ পর্যন্ত 2022 সালে সেই প্যানেল প্রকাশ করার নির্দেশ দেয় । কিন্তু প্যানেল নিয়েও একাধিক অভিযোগ দায়ের হয় আদালতে ।

আরও পড়ুন :

  1. অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা দেওয়া হয়েছিল হাইকোর্টে, দাবি এসএসসির চেয়ারম্যানের
  2. নতুন করে হবে এসএসসি'র নিয়োগ, মাথায় হাত 2016 সালের চাকরিপ্রার্থীদের
  3. যে দল চাকরি বাঁচাবে তার পক্ষে আমরা, বার্তা সদ্য চাকরিহারা প্রতিবাদী শিক্ষকদের

ABOUT THE AUTHOR

...view details