পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2016 সালের মেয়াদ উত্তীর্ণ প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের - Primary Teachers Recruitment Scam

Primary Teachers Recruitment Scam: 2016 সালের মেয়াদ উত্তীর্ণ প্রাথমিকের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি অমৃতা সিনহা আজ পর্ষদকে এই নির্দেশ দিয়ে বলেন যে, তিনি সেই প্যানেল দেখতে চান ৷

ETV BHARAT
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ হাইকোর্টের (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 3:06 PM IST

Updated : Jul 16, 2024, 3:16 PM IST

কলকাতা, 16 জুলাই: 2016 সালের মেয়াদ উত্তীর্ণ প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা আজ এই নির্দেশ দিয়েছেন পর্ষদকে । তিনি পর্ষদের উদ্দেশে বলেন, "ডেড প্যানেলটাই প্রকাশ করুন । মেয়াদ উত্তীর্ণ প্যানেল দেখতে চাই ৷"

মামলাকারী 2016 সালে পরীক্ষা দেন । তিনি প্যানেলের অন্তর্ভুক্ত হননি । তাই 5% অতিরিক্ত প্যানেল প্রকাশের আবেদন জানান তিনি । যদিও সেই প্যানেল প্রকাশ করেনি বোর্ড । মামলাকারীকে বিচারপতির প্রশ্ন, যদি মূল প্যানেল প্রকাশিত না হয়, অতিরিক্ত প্যানেল কীভাবে প্রকাশিত হবে ?

মামলাকারীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের বক্তব্য, প্রাথমিক শিক্ষা পর্ষদ মেধাতালিকা করেনি । অতিরিক্ত 5% এর তালিকাও প্রস্তুত করেনি । তারা বারবার বলেছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে । প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, নম্বর প্রকাশ করা হয়েছে । নম্বর ব্রেক-আপের সঙ্গে দেওয়া হয়েছে । মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করা সম্ভব নয় । অনেকে গ্রেফতার হয়েছেন । প্যানেল প্রসেসরের কাছে আছে । সিবিআইয়ের কাছ থেকে নিতে হবে ।

একথা শুনে বিচারপতির মন্তব্য, "পরীক্ষার্থী খারাপ হতে পারেন । কিন্তু আপনি রাজ্যের শক্তিশালী অঙ্গ । আগেও এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে । আপনারা প্যানেল প্রকাশ করুন । ডেড প্যানেলই প্রকাশ করুন ৷" 30 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে ।

উল্লেখ্য, এর আগেও 2016 সালের নিয়োগের প্যানেল প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা । যদিও এত বছর পর সেই প্যানেল ফের প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছিল পর্ষদ । তাদের বক্তব্য ছিল, নিয়োগের সময় প্রত্যেক জেলা ভিত্তিক 'জোন' প্যানেল প্রকাশ করা হয়েছিল, তা ওয়েবসাইটে থাকবে । কিন্তু তাদের কাছে আলাদা করে গোটা রাজ্যের নিয়োগের প্যানেল নেই । 2016 সালের নিয়োগে একাধিক কারচুপি করা হয়েছিল বলে অভিযোগে হাইকোর্টে অনেক আগেই মামলা দায়ের হয়েছে ৷

Last Updated : Jul 16, 2024, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details