পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022: বিএড-ডিএলএড থাকা প্রার্থীদের জন্য প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড বাতিল করে দেওয়ার পর বিএড-ডিএলএড দু’টি ডিগ্রি থাকা প্রার্থীদের নাম বাদ দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022-এর প্যানেল প্রকাশের অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে ৷ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, বিএড-ডিএলএড থাকা প্রার্থীদের জন্য প্যানেল প্রকাশ করতে হবে ৷

Calcutta High Court
Calcutta High Court

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 3:36 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: 2022 সালের প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেলে বিএড ও ডিএলএড - দুই ডিগ্রি থাকা পরীক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে হবে বলে শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এ দিন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন ৷ আদালতের পর্যবেক্ষণ, "প্রাথমিক বোর্ডকে নিয়োগের জন্য অনেক কিছু বাধা পার হতে হয়েছে । তবুও একজনও নাগরিককে সরকারি পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত করা যায় না ৷"

সুমন্ত কোলে-সহ 10 পরীক্ষার্থীর জন্য আলাদা মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা । বিচারপতির আরও নির্দেশ, পরীক্ষার নম্বরের ভিত্তিতে দেখা হবে তাঁরা প্যানেলে সুযোগ পাওয়ার যোগ্য কি না ! একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, মামলাকারীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বোর্ডের তরফে তাঁদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত রূঢ় ৷ শুধু ডিএলএড থাকতে হবে বোর্ডের এই আচরণ ঠিক নয় ৷

উল্লেখ্য, 2022 সালের প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল নিয়ে সুমন্ত কোলে-সহ 10 পরীক্ষার্থী মামলা করেন ৷ তাঁদের বিএড ও ডিএলএড দু’টি ডিগ্রিই ছিল । তাঁদের বিএডে অনেক বেশি নম্বর ছিল । তাই সেটি উল্লেখ করেন পরীক্ষার্থীরা । সব মামলাকারী পরীক্ষায় বসেছিলেন । সবাই পরীক্ষায় পাশ করেছেন । 2022 সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড । সেখানে বিএড বাতিল বলে গণ্য করা হয়নি ।

এরপর 2023 সালের 11 অগস্ট প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড বাতিল করার জন্য শীর্ষ আদালত নির্দেশ দেয় । সুপ্রিম কোর্টের রায়ের পর 31 জানুয়ারি মেধাতালিকা প্রকাশ করা হয় । সেখানে বাদ দেওয়া হয় মামলাকারীদের নাম । বোর্ডের যুক্তি আদালতে তুলে ধরেন আইনজীবী সুবীর স্যানাল ৷ তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বলেন, ‘‘2023 সালের 29 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । তখনও বিএড পরিবর্তন করতে পারতেন প্রার্থীরা । এনসিটিই অনুযায়ী, পরীক্ষার্থীদের যোগ্যতা বেঁধে দেওয়া হয় প্রথম বিজ্ঞপ্তিতেই । বিএড কখনোই প্রাথমিকের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে গণ্য করা হত না । শীর্ষ আদালতের রায় তখনও আসেনি । তাই দেওয়া হয়নি । আরও দু’টি বিজ্ঞপ্তি ছিল । মামলাকারীরা 2023 এর শীর্ষ আদালতের রায়ের পর আদালতে আসতে পারতেন ।

এই সওয়াল শুনে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘‘শীর্ষ আদালতের নির্দেশ না পেলেও আপনাদের কাছে রাজস্থান হাইকোর্টের রায় (25 নভেম্বর 2021) ছিল । যেখানে বিএড অনুমোদন পায়নি । আপনারা সেটাও অনুসরণ করেননি । একজন সফলকে এভাবে বাদ দিলে অনেকটা রূঢ় হয়ে যাবে । বোর্ড এভাবে সিদ্ধান্ত নিতে পারে না ।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্প্রতি প্রায় সাড়ে ন’হাজার প্রার্থীর প্যানেল প্রকাশ করেছে । সেখানে বিএড ও ডিএলএড দুই ডিগ্রি থাকা প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:

  1. 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পুরো প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি সিনহার
  2. 2014 প্রাথমিক টেটে ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের 6 নম্বর, সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চের
  3. 7 লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details