পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশ হেফাজতে অত্যাচারের মামলায় সিটের রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট - CAL HC SLAMS WB GOVT

হেফাজতে পুলিশ অত্যাচার করেছে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দু’জন। কলকাতা হাইকোর্ট সিটকে তদন্তের রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল।

Calcutta High Court
সিটের রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 20 hours ago

কলকাতা, 9 জানুয়ারি: পুলিশ হেফাজতে অত্যাচারের মামলায় পুলিশের তদন্তে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট । পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ । আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যার উদ্দেশ্যে কটু মন্তব্য করার অভিযোগে রেবেকা মোল্লা ও রমা দাসকে গ্রেফতার করেছিল পুলিশ।

সেই ঘটনায় তাদের জামিন হয়ে গেলেও হেফাজতে পুলিশ তাঁদের অত্যাচার করেছে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় । কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন করায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালত । পরিবর্তে শীর্ষ আদালত সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় । কলকাতা হাইকোর্টে সিটকে তদন্তের রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল । এদিন সিট আদালতে রিপোর্ট দিলেও অসন্তুষ্ট ডিভিশন বেঞ্চ ।

রাজ্যের আইনজীবী এদিন আদালতে বলেন, ‘‘এদের অভিযোগ, পুলিশ হেফাজতে অত্যাচার করা হয়েছিল। আমরা সোশাল মিডিয়া থেকে যে তথ্য পেয়েছি, সেটা রিপোর্টে লিখেছি । আমাদের আরও 14 দিন লাগবে সম্পূর্ণ রিপোর্ট পেশ করতে । ডাক্তারদের এবং বাকিদের বয়ান রেকর্ড করা হবে।’’

বিচারপতি জয়মাল্য বাগচি জানতে চান, ‘‘যাকে মারা হয়েছে, তাঁর বয়ান রেকর্ড হয়েছে ? রমা দাসের বয়ান রেকর্ড হয়েছে ? ম্যাজিস্ট্রেটের সামনে ডাকা হয়েছিল ?’’ রাজ্যের আইনজীবী জানান, এখনও পর্যন্ত তাঁদের বয়ান নেওয়া হয়নি । এখনও তদন্ত চলছে ৷

বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ‘‘আপনারা কী তদন্ত করছেন ? কারা ডাক্তার ? কারা সাক্ষী ? যাকে মারা হয়েছে সেই তো সাক্ষী । তাঁর বয়ান প্রথমে রেকর্ড করা উচিত । তিনি যাকে অভিযুক্ত বলবেন, তাঁদের সঙ্গে কথা বলা উচিত । যারা সাক্ষী, তাঁদের জিজ্ঞাসাবাদ করা উচিত । রিপোর্ট পেশ করুন ।রিপোর্ট অনুযায়ী, তদন্ত শেষ হয়ে গিয়েছে। এটা কি রমা দাস কী ক্রাইম করেছে তার ওপরে তদন্ত ? আপত্তিকর ভিডিয়োর ওপর ভিত্তি করে তদন্ত হয়েছে ? অভিযোগ আসলে কী ছিল ? হেফাজতে নিয়ে অত্যাচারের বিষয়টি রয়েছে ?’’

রাজ্যের আইনজীবী জানান, আক্রান্তকে একবার নিমতা পুলিশ স্টেশনে ডাকা হয়েছিল । পুরো ঘটনায় সিট তদন্ত করে দেখছে । তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ফের সময় চাওয়া হয় । বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপত্তিকর ভিডিয়ো ও অন্যান্য বিষয়ে অ্যাডিশনাল চিফ পাবলিক প্রসিকিউটর অফ সিটকে পুনরায় তদন্ত রিপোর্ট জমা দিতে হবে । সিট সাপ্তাহিক রিপোর্ট দেবে আদালতে । মামলার পরবর্তী শুনানি 14 দিন পর ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details