পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্ব হিন্দু পরিষদকে হনুমান জয়ন্তীর শোভাযাত্রার অনুমতি হাইকোর্টের - Ram Navami Processions - RAM NAVAMI PROCESSIONS

Ram Navami Processions: বিশ্ব হিন্দু পরিষদকে শর্তসাপেক্ষে হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ আগামী 21 এপ্রিল কলকাতার রাস্তায় হবে এই শোভাযাত্রা ৷

CALCUTTA HIGH COURT
বিশ্ব হিন্দু পরিষদকে হনুমান জয়ন্তী শোভাযাত্রার অনুমতি হাইকোর্টের

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 10:09 PM IST

কলকাতা, 19 এপ্রিল: রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে ফের শোভাযাত্রা অনুমতি পেল বিশ্ব হিন্দু পরিষদ ৷ বিচারপতি জয় সেনগুপ্ত বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ কলকাতা জেলা কমিটির আবেদনের প্রেক্ষিতে আগামী 21 এপ্রিল শোভাযাত্রার অনুমতি দিয়েছেন ৷ গড়িয়া থেকে যাদবপুর 8বি বাসস্ট্যান্ড পর্যন্ত এই শোভাযাত্রা হবে ৷ এর আগে তারা মিছিল করতে চেয়ে আবেদন জানালেও কলকাতা পুলিশ তাদের অনুমতি দেয়নি ৷

রাজ্যের সরকারি আইনজীবী বলেন, "ওই রুটের বেশ কিছু জায়গা রয়েছে, যেগুলি স্পর্শকাতর ৷ আইন শৃঙ্খলার অবনতি হতে পারে ৷ একই সঙ্গে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যেতে পারে ৷ ওইদিন ইউপিএসসি-র পরীক্ষা রয়েছে ওই এলাকায় ৷ বিকল্প রুটের প্রস্তাব দিতে পারেন তারা ৷" কিন্তু, বিচারপতি জয় সেনগুপ্ত ওই রুটেই মিছিল করার অনুমতি দিয়েছেন ৷ তবে, একাধিক শর্ত আরোপ করেছেন বিচারপতি ৷ যেমন, শোভাযাত্রায় কোনও রকম অস্ত্রশস্ত্র রাখা যাবে না ৷ মিছিলে 600 জনের বেশি লোক রাখা চলবে না ৷ শোভাযাত্রায় কোনও রকম রাজনৈতিক বক্তব্য নয় ৷ মিছিল করতে হবে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ৷ সংগঠনের পাঁচজনকে দায়িত্ব নিতে হবে, যাতে মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা যেন বেশি না হয়ে যায় ৷ রাজ্যকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ৷

অন্যদিকে, 23 ও 24 এপ্রিল বাঁশদ্রোণির একটি সংগঠনকে হনুমান জয়ন্তী উদযাপনের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ রামদূত সংঘ নামে একটি সংগঠন পুলিশের কাছে অনুমতি চাইলেও, অনুমতি দেয়নি ৷ কারণ, লোকসভা নির্বাচনের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে ৷ কিন্তু, বিচারপতি জয় সেনগুপ্ত হরিসভা গ্রাউন্ডে এই উৎসব পালন করা যাবে ৷ শোভাযাত্রা করা যাবে ৷ তবে, কোনও অস্ত্রশস্ত্র নেওয়া যাবে না ৷ উস্কানিমূলক, মন্তব্য করা যাবে না ৷ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, লক্ষ্য রাখতে যাতে কোনও রকম উত্তেজনা না ছড়ায় ৷

আরও পড়ুন:

  1. শক্তিপুরে ঢোকার 14 কিলোমিটার আগে থেকে 144 ধারা, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল
  2. তরোয়াল-কাটারি, বীরভূমে রাম নবমীর মিছিলে বাদ গেলো না কিছুই
  3. আচমকা বাতিল অনুমোদন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী নিয়ে বিতর্ক

ABOUT THE AUTHOR

...view details