পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্ব হিন্দু পরিষদকে কলকাতা বইমেলায় স্টলের অনুমতি দিল না হাইকোর্ট - CAL HC ON VHP STALL IN BOOK FAIR

ভিএইচপিকে স্টল না দেওয়ায় প্রথমে গিল্ডের উপর ক্ষুব্ধ হয়েছিলেন ৷ সেই বিচারপতি সিনহা এবার বিশ্ব হিন্দু পরিষদকে বইমেলায় স্টলের অনুমতি দিলেন না ৷

CAL HC ON VHP STALL IN BOOK FAIR
বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টল নিয়ে কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 9:50 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: গিল্ডের সিদ্ধান্ত বহাল রেখে বিশ্ব হিন্দু পরিষদকে কলকাতা বইমেলায় স্টল দিতে অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট । শুক্রবার এই মামলার শুনানিতে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সিদ্ধান্ত বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ খারিজ করে দিলেন বিশ্ব হিন্দু পরিষদের মামলা ।

এই বিষয়ে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, হাইকোর্টে এই মামলা সঠিক পদ্ধতিতে দায়ের করা হয়নি । গিল্ড যেহেতু বেসরকারি সংস্থা, তাই তার বিরুদ্ধে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত । এর আগে গিল্ডের বিরুদ্ধে করা মানবাধিকার সংগঠন (এপিডিআর)-র আবেদনও খারিজ করে দিয়েছিল হাইকোর্ট । এ বছর বইমেলায় তারাও স্টল দিতে পারবে না ।

এপিডিআরের রেজিস্ট্রেশন না থাকায় বইমেলায় স্টল দেওয়ার অনুমতি দেননি বিচারপতি অমৃতা সিনহা । ইতিমধ্যে সেই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দায়ের হয়েছে মামলা । প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম আগামী সোমবার মামলা শুনবেন বলে জানিয়েছেন । আপাতত বিশ্ব হিন্দু পরিষদও ডিভিশন বেঞ্চে আপিল করতে পারে বলেই আইনজীবী সূত্রে খবর ।

এদিন মামলার শুনানিতে গিল্ডের আইনজীবী ফের বলেন, "বিশ্ব হিন্দু পরিষদ কোনও পাবলিশার্স নয় । বুক সেলার নয় । বিশ্ব হিন্দু পরিষদের পত্রিকা বিশ্ব হিন্দু বার্তা । আবেদন জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের নামে । আবেদনের মধ্যেই পদ্ধতিগত ত্রুটি রয়েছে ।" সব শুনে বিচারপতি গিল্ডের সেই সিদ্ধান্ততেই সম্মতি জানান ।

বিশ্ব হিন্দু পরিষদের তরফে আইনজীবী বলেন, "বিশ্ব হিন্দু পরিষদ সমস্ত শর্ত মেনে বইমেলায় স্টল দেওয়ার আবেদন করেছিল । তবে, লটারির পর আবেদন খারিজ করা হয় । গিল্ডের তরফ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বিভিন্ন শর্ত দিয়ে । আমাদের তরফ থেকে 600 স্কোয়ারফুটের জায়গার কথা বলে সব শর্ত মেনে আবেদন জানানো হয়েছিল । 10 জানুয়ারি 2025 ই-মেল মারফত আমরা জানতে চাই । কিন্তু আমাদের আবেদন বাতিল করা হয়েছে ।"

বিচারপতি সিনহা গিল্ডের কাছে আবেদন বাতিলের কারণ জানতে চান ৷ পরবর্তীতে যখন তিনি দেখেন মামলা সঠিক পদ্ধতি মেনে দায়ের করা হয়নি তখন বিশ্ব হিন্দু পরিষদের আবেদন বাতিল করেন ।

ABOUT THE AUTHOR

...view details