কলকাতা, 16 জানুয়ারি: চিটফান্ড সংস্থা রোজভ্যালির বাজেয়াপ্ত করা 22টা হোটেলে ব্যবসা নিয়ে ইডির অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার এমনই প্রশ্ন তুলেছে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গকান্তের বিশেষ ডিভিশন বেঞ্চ ।
বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির মাধ্যমে যে হোটেলগুলি চলছে, সেগুলির মধ্যে কতগুলি এখনও ইডি বাজেয়াপ্ত করেছে আগামী শুনানিতে হাইকোর্টকে তা জানাতে হবে । একইসঙ্গে জানাতে হবে, ওই হোটেলগুলো-সহ রোজভ্যালির বাজেয়াপ্ত করা অন্যান্য সম্পত্তি বিক্রি করতে ইডি রাজি আছে কি না । আবার এদিনই রোজভ্যালির দু'জন আমানতকারীর অভিযোগ জমা পড়ে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ।
রোজভ্যালির বাজেয়াপ্ত 22টি হোটেলে ব্যবসা ! ইডির কাছে বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের - ROSE VALLEY CHIT FUND CASE
বাজেয়াপ্ত হওয়ার পরেও রমরমিয়ে ব্যবসা করছে 22টি হোটেল ৷ বিষয়টি নিয়ে ইডির কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট ৷
Published : Jan 16, 2025, 9:36 PM IST
তাদের বক্তব্য, হাইকোর্টের সম্পত্তি বিক্রির নির্দেশ অমান্য করে অ্যাসেট ডিসপোজাল কমিটি ওই সম্পত্তি নিয়ে ব্যবসা করছে ৷ যার দায়িত্ব দেওয়া হয়েছে রোজভ্যালির অভিযুক্ত কর্তাদের । তা করা যায় কিনা সে ব্যাপারে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে । আগামী শুনানিতে এই নিয়ে সওয়াল জবাব হওয়ার কথা ডিভিশন বেঞ্চে ।
আগের নির্দেশ অনুযায়ী এদিন দিলীপ শেঠ কমিটির তরফে ওইসব সম্পত্তির ব্যবসা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে । ওই ব্যবসার আয় ব্যয়ের হিসেবে নিয়ে অডিট রিপোর্ট আগামী দিনে জমা দেওয়ার কথা শেঠ কমিটির । পরবর্তীতে সেই সব রিপোর্ট খতিয়ে দেখবে হাইকোর্ট । 20 ফেব্রুয়ারি রয়েছে পরবর্তী শুনানি । রোজভ্যালির সম্পত্তি নিয়ে নতুন করে মামলা দায়ের হওয়ায় আদতে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরানোর পথ আরও দীর্ঘায়িত হবে কিনা, সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে ।
হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটি রোজভ্যালির বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রির বদলে মূলত হোটেল চালিয়ে ব্যবসা করা-সহ একাধিক অনিয়মের অভিযোগের আগে জমা পড়েছিল হাইকোর্টে । তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অডিট রিপোর্ট-সহ একাধিক তথ্য তলব করেছিল ৷