কলকাতা, 11 জুন: ভোটের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পুলিশের হানা সংক্রান্ত মামলায় উচ্চ আদালতের রক্ষাকবচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। 28 জুন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি আগামী 19 জুন অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে হবে বলে জানা গিয়েছে।
এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী কোর্টে এই মামলায় হলফনামাও জমা দেন। এরপরই বিচারপতি সিনহা নির্দেশ দিয়ে জানান, আপাতত কোর্টের নির্দেশ ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। গত 24 মে মেদিনীপুর জেলার লোকসভা আসনগুলিতে নির্বাচনের ঠিক আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে টাকা ও অস্ত্রশস্ত্র জড়ো করা হয়েছে সন্দেহে তল্লাশি চালায় পুলিশ। যদিও শুভেন্দু অধিকারীর দাবি, আসলে তাঁকে হেনস্তা করতে এবং নির্বাচনে সময় গ্রেফতার করার চক্রান্ত করছে রাজ্যের পুলিশ। সেই জন্য আগাম সুরক্ষার আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মামলায় বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চ তাঁকে 17 জুন পর্যন্ত সুরক্ষা দিয়েছিল। সেই রক্ষাকবচ এদিন বাড়িয়ে 28 জুন পর্যন্ত করেছে হাইকোর্ট।