কলকাতা, 18 সেপ্টেম্বর:ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে কেন গ্রেফতার করা হল, তা রাজ্যের কাছে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ । তাঁর প্রশ্ন, একজনের বক্তব্যের ভিত্তিতে আর একজনকে কি গ্রেফতার করা যায় ? এর কোনও আইনগত ভিত্তি আছে, নাকি এটা ঔপনিবেশিক বদভ্যেস ? আগামিকাল ফের এই মামলার শুনানি হবে ।
কলতান দাশগুপ্তের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন বলেন, "একটি অডিয়ো রেকর্ড নিয়ে মূল সমস্যা । দাবি করা হয়েছে, এই অডিয়ো রেকর্ডে ডাক্তারদের আন্দোলনে হামলা করা হবে বলে বলতে শোনা গিয়েছে ।" অভিযোগ, ওই টেলিফোন রেকর্ডে শোনা গিয়েছে সঞ্জীব দাস নামে এক ব্যক্তি ও কলতান দাশগুপ্তের কথোপকথন ।
কিন্তু আইনজীবী বিকাশরঞ্জনের দাবি, "এই ধরনের কোনও কথোপকথন হয়নি । এর সঙ্গে কলতানের কোনও যোগ নেই । সঞ্জীব দাসের সঙ্গে তাঁর কোনও কথাই হয়নি । অথচ সেই ভিত্তিতে ইলেকট্রনিক কমল্পেক্স থানায় এফআইআর দায়ের হয় এবং বিএনএস 173 ধারায় তাঁকে গ্রেফতার করা হয় । এফআইআরে যে পেনড্রাইড দেওয়া হয়েছিল, সেটা কোথা থেকে এল ?"