কলকাতা, 10 এপ্রিল: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে মঙ্গলবার অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ৷ বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে আপিল জানাল রাজ্য সরকার । চিঠিতে পাহাড়ের স্কুলে শিক্ষক এবং পুরসভায় বেআইনি কর্মী নিয়োগের অভিযোগ করা হয়েছে ।
গোটা দুর্নীতির পিছনে রাজ্যের একাধিক মন্ত্রী এবং শাসক দলের প্রভাবশালী নেতাদের নাম যুক্ত আছে বলে অভিযোগও করা হয়েছে । বিচারপতি বিশ্বজিৎ বসু আগেই এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে । কিন্তু স্কুল শিক্ষা দফতর এই বিষয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানাতে গেলেও থানার আইসি এফআইআর দায়ের করতে রাজি হন নি ৷ মঙ্গলবার তাঁকেও তলব করে হাইকোর্ট । আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী 15 দিনের মধ্যে সিবিআইকে ওই চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট দিতে হবে । থানার আইসি কে হলফনামা দিয়ে জানাতে হবে কেন তিনি অভিযোগ পাওয়ার পরেও এফআইআর করেননি ? একই সঙ্গে জিটিএ জানাবে, প্রায় ৭০০ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগের পিছনে কতটা সত্যতা রয়েছে ৷ তাদের যোগ্যতা ও নিয়োগ কি ভাবে হয়েছে ? তার নথিও দিতে হবে আদালতে ।